এএমডি তাদের এইচডি৫### সিরিজের নতুন কার্ড বাজারে ছেড়েছে। তাদের কার্ড ক্রমেই গতি বাড়িয়েই চলছে। তাদের বর্তমানের কার্ডে ব্যবহার করা হয়েছে দুটি পৃথক সাইপ্রেস কোর, প্রতিটির জন্য ১ গিগাবাইট করে জিডিডিআর৫ মেমোরী। ভিডিও ইঞ্জিনের স্পিড ৭২৫ মেগাহার্টজ, মেমোরী স্পিড ১ গিগাহার্টজ। এতে ডিরেক্টএক্স ১১ সাপোর্ট রয়েছে।
বলা হচ্ছে সব পরীক্ষা এটা আগের মডেল HD5850 থেকে দ্বিগুন পারফরমেন্স দেখাতে সক্ষম। বাস্তবেও সব পরীক্ষায় এটিআই এর এই কার্ড এনভিডিয়াভিত্তিক যে কোন কার্ডের থেকে এগিয়ে। অবশ্য দামের ক্ষেত্রেও তাই। এই কার্ডের দাম ৬০০ ডলার।
যারা প্রফেশনাল এনিমেশনের কাজ করেন তারা নাহয় নাই কিনলেন, যারা একেবারে লেটেষ্ট থ্রিডি গেম খেলতে চান তাদের কাছে এটা আর এমন বেশি কি!
No comments:
Post a Comment