আইফোনকে সামনে রাখার জন্য গেম নির্মাতারা এন্ড্রয়েড ভিত্তিক গেম তৈরীর খরচ কমিয়ে আনছে। কারন খুব সহজ, এন্ড্রয়েড গেমের তুলনায় আইফোনের গেমের বিক্রি ৪০০ গুন বেশি। ফ্রান্সের মোবাইল গেম নির্মাতা প্রতিষ্ঠান গেমলফট বিনিয়োগকারীদের এক সন্মেলনে একথা জানিয়েছে।
রয়টারের নিপোর্ট অনুযায়ী গেমলফট এর প্রধান বলেছেন আরো অনেক কোম্পানী একাজই করছে। এনড্রয়েড সফটওয়্যার বিক্রি কম হওয়ার পেছনে তাদের বিক্রি ব্যবস্থাকে দুর্বল বলে উল্লেখ করা হয়েছে।
এপ্লিকেশন ষ্টোরে যাকিছু গেম পাওয়া যায় তার ৭৫ ভাগ গেমলফট এর তৈরী। আইফোনের কাছে গেম একটা গুরুত্বপুর্ন বিষয়। বিশেষ করে নতুন আইপড টাচ ছাড়ার পর তারা একে নিনটেনডো কিংবা সনির গেম কনসোলের সাথেই তুলনাযোগ্য মনে করে।
আইফোনের জন্য বর্তমানে ২১ হাজার গেম রয়েছে। অন্যদিকে নিনটেনডোর রয়েছে ৩ হাজার ৬০০ এবং সনির ৬০০। এমাসেই এপল জানিয়েছিল আইফোনের জন্য মোট গেমের সংখ্যা ১ লক্ষের বেশি এবং এপর্যন্ত ২০০ কোটির বেশি ডাউনলোড করা হয়েছে।
No comments:
Post a Comment