November 5, 2009

কাশ্মিরে প্রি-পেইড মোবাইল নিষিদ্ধ Pre-paid mobile ban hits Kashmiri lovers

প্রি-পেইড মোবাইল ফোন ব্যবহার করে কয়েকটি সন্ত্রাসী হামলা চালানোর পর ভারত অধ্যুষিত কাশ্মিরে প্রি-পেইড মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ ঘোষনা করেছে ভারত সরকার। ভারতভাগের সময় থেকেই এই অংশ ভারতের না পাকিস্তানের তা নিয়ে বিরোধ চলছে। কাশ্মিরকে ভারত থেকে পৃথক করার দাবী জানিয়ে সশস্ত্র আন্দোলনে সরকারী হিসেবে এপর্যন্ত ৪৭,০০০ এর বেশি মানুষ প্রান হারিয়েছে। যদিও ২০০৪ সালে ভারত-পাকিস্তান আলোচনা শুরু হওয়ার পর সংঘাত কমেছে।

প্রিপেইড মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া মিশ্র। বয়স্করা বলছেন এটা ভাল উদ্দ্যোগ। আরো নির্দিষ্ট করে বলছেন তরুন-তরুনীরা বিপথে যাচ্ছে এর কারনে। আর তরুন-তরুনীরা বলছেন এটা তাদের সম্পর্ক ক্ষতিগ্রস্থ করবে।

নিষেধাজ্ঞার কারন সন্ত্রাসী হামলা হলেও প্রতিবাদ শোনা যাচ্ছে প্রেমিক-প্রেমিকাদের কাছ থেকেই।

No comments:

Post a Comment