মাইক্রোসফট জানিয়েছে তারা আরো ৮০০ জন কর্মী ছাটাই করছে। এই সংখ্যা জানুয়ারীতে ঘোষনা করা ৫০০০ ছাটাইয়ের অতিরিক্ত। তাদের মুখপাত্র জানিয়েছেন পৃথিবীব্যাপি বিভিন্ন যায়গা থেকে এই ছাটাই করা হবে। তবে কোন দেশে কিংবা কোন কাজ থেকে তা জানানো হয়নি।
মুখপাত্র আরো জানিয়েছেন আগের ঘোষনা দেয়া ৫০০০ জনের অধিকাংশকেই বিদেয় করে দেয়া হয়েছে। এটা মাইক্রোসফটের জন্য সবচেয়ে বড় ছাটাইয়ের ঘটনা।
মাইক্রোসফট জানুয়ারীতেই জানিয়েছে তারা আরো গুরুত্বপুর্ন কর্মী নিয়োগ করবে। যেমন ওয়েব সার্চ বিষয়ে পারদর্শী।
২০০৮ এর শেষে তাদের কর্মীসংখ্যা ছিল ৯৪,০০০, বর্তমান বছরের সেপ্টেম্বরের শেষে এই সংখ্যা ৯১,০০০। ছাটাই করা ৫০০০ এর হিসেব ধরলে তারা এবছর ২০০০ জনকে নিয়োগ দিয়েছে।
No comments:
Post a Comment