November 6, 2009

নোকিয়ার নতুন সিরিজের মোবাইল Nokia X6

নোকিয়ার শতশত মোবাইল সেট থেকে যদি আপনার পছন্দেরটি খুজে না পান তাহলে খবর, নতুন আরেকটি সিরিজ ছাড়তে যাচ্ছে নোকিয়া। ইতিমধ্যে অনলাইনে অর্ডার নেয়াও শুরু হয়েছে। বাজারে পাওয়া যাবে ১২ নভেম্বর থেকে। এক্স নামের এই সেটে বিনামুল্যে ১ বছর গান ডাউনলোড করা যাবে, শুধূমাত্র ডাটা ট্রান্সফারের খরচ দিয়ে। কাজেই যারা গান পছন্দ করেন তাদের কথা মাথায় রেখেই এটা তৈরী তাতে সন্দেহ নেই।

এতে ৩২ গিগাবাইট ষ্টোরেজ রয়েছে, র‌্যাম ১২৮ মেগাবাইট। নেটওয়ার্ক আনলকড, অর্থা যে কোন অপারেটরের লাইনে ব্যবহার করা যাবে। এর ডিসপ্লে ৩.২ ইঞ্চি টাচস্ক্রিন, রেজ্যুলুশন ৩৬০৬৪০ পিক্সেল, অটো রোটেট, হ্যান্ডরাইটিং রিকগনিশন ইত্যাদি রয়েছে। জিপিআরএস, এজ, থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ সবই রয়েছে। কার্ল জিস লেন্স সহ ৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা। ৩০ ফ্রেম/সে ভিডিও রেকর্ডিং সুবিধা। এছাড়া জিপিএস, অভি ম্যাপ ৩.০, মাইক্রোসফট ডকুমেনট ভিউয়ার সবকিছুই রয়েছে। এর প্রসেসর ৪৩৪ মেগাহার্টজ, আরম ১১। ব্যাটারীর ষ্ট্যান্ডবাই টাইম ৪০১/৪২০ ঘন্টা, টক টাইম ৮.৫/৬ ঘন্টা। গান শোনা যাবে টানা ৩৫ ঘন্টা পর্যন্ত।

এর দাম একটু বেশিই। বর্তমানে অনলাইনে বিক্রি করা হচ্ছে ৮৭৬ ডলারে।

No comments:

Post a Comment