November 6, 2009

অলিম্পাসের পেন ক্যামেরা ই-পি২ Olympus E-P2


অলিম্পাস তাদের পেন ক্যামেরা বলে পরিচিত মাইক্রো ফোর থার্ড ক্যামেরা ই-পি১ বাজারে এনেছিল মাস পাচেক আগে এরই মধ্যে এর পরবর্তী মডেল ঘোষনা করা হয়েছে এতে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে একটি এক্সেসরি পোর্ট যার সাথে ফ্লাশ কিংবা ভিউ ফাইন্ডার ব্যবহার করা যাবে এক্সটারনাল মাইক্রোফোন ব্যবহারের জন্য পোর্ট সংযোগ করা হয়েছে মুলত প্যানাসনিকের GF1এর সাথে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এসব করা হয়েছে বলে ধরে নেয়া যায় ই-পি২ এর ভিউ ফাইন্ডারের রেজ্যুলুশন জিএফ-১ থেকে অনেক বেশি এছাড়া প্যানাসনিকের ভিউফাইন্ডার ছাড়া অন্য কোন এক্সেসরিজ নেই

ক্যামেরাটি ডিসেম্বর থেকে বাজারে পাওয়া যাবে দাম ১১০০ ডলার হবে বলে জানানো হয়েছে এই দাম এক্সটারনাল ইলেকট্রনিক ভিউফাইন্ডার এবং একটি লেন্স সহ

ক্যামেরার সাথে দুটি নতুন লেন্সও ছাড়ার ঘোষনা দেয়া হয়েছে একটি সুপার ওয়াইড এঙ্গেল জুম ৯-১৮ মিমি (১৮৩৬ মিমি এর সমতুল্য), আরেকটি হাই পাওয়ার ওয়াইড টু টেলিফটো জুম ১৪-১৫০ মিমি (২৮-৩০০ মিমি এর সমতুল্য)

No comments:

Post a Comment