November 4, 2009

নোকিয়া মোবাইল : তথ্যসেবাসহ সবচেয়ে কমদামী ফোন Nokia 1280


নোকিয়া তাদের এযাবতকালের সবচেয়ে কম দামের ফোন বাজারে ছেড়েছে। মুলত উন্নয়নশীল দেশের কথা মাথায় রেখে তৈরী একথা বলার অপেক্ষা রাখে না। তবে এর বৈশিষ্ট রয়েছে। এরসাথে নোকিয়া লাইফ টুল নামে একধরনের সেবা চালু করার কথা। এর মাধ্যমে কৃষি, শিক্ষা এবং বিনোদন এই তিন ভাগে গুরুত্বপুর্ন তথ্য দেয়া হবে।

নোকিয়া লাইফ টুল ডিসেম্বরে ইন্দোনেশিয়া থেকে যাত্রা শুরু করবে। কৃষি অংশ থেকে আবহাওয়ার পুর্বাভাশ, বীজ, সার, ফসল, কীটনাসক ইত্যাদির দাম সহ অন্যান্য কৃষিবিষয়ক তথ্য জানা যাবে। শিক্ষা অংশে থাকবে সাধারন ইংরেজি শেখার ব্যবস্থা, বিনোদন অংশে থাকবে খবর, খেলার ফল সহ অন্যান্য তথ্য।

সেটটিতে ঘসা লাগলে কিংবা ধুলাবালি থেকে ক্ষতি হবে না। ওপরের কাভারটিও খুব সহজে বদল করা যাবে। যেখানে বিদ্যুতের নিশ্চয়তা নেই সেখানেও ব্যবহারের উপযোগি কারন এর ষ্ট্যান্ডবাই টাইম ২২ দিন, টক টাইম সাড়ে ৮ ঘন্টা, সাথে টর্চ লাইট রয়েছে।

সাধারন জিএসএম ফোনের সবকিছুর সাথে এতে এফএম রেডিও এবং ৩.৫ মিমি অডিও জ্যাক রয়েছে। এর দাম ২৯.৫০ ডলার।

No comments:

Post a Comment