November 4, 2009

ডিএক্সও অপটিকস প্রো ৬ DxO: Major update for Optics Pro

ডিএক্সও ল্যাব তাদের ফটো প্রসেসিং সফটওয়্যার ডিএক্সও অপটিকস প্রো এর বড় ধরনের আপগ্রেডের ঘোষনা দিয়েছে বলা হচ্ছে নতুন ব্যবহারকারীরা যেন আগ্রহী হন সেদিকে লক্ষ্য রেখে এর ইন্টারফেস সাজানো হয়েছে শুধু যে সহজ করা হয়েছে তাই না বরং ব্যবহারকারী ইচ্ছে করলে নিজের পছন্দমত কাষ্টমাইজ করে নিতে পারবেন

অপটিকস প্রো এর সবচেয়ে বড় পরিচয় নয়েজ সাপ্রেশন এর ক্ষমতা তাকে আরো শক্তিশালী করা হয়েছে তাদের দাবী, ক্যামেরার যা আইএসও তারা তার দ্বিগুন ব্যবহারের সুযোগ করে দেন তারা তাদের ওয়েবসাইটে যে নমুনা দেখিয়েছেন সেটা একথা সমর্থন করে

অটোমেটিক লেন্স কারেকশন আরেকটি উল্লেখযোগ্য বিষয় তাদের সফটওয়্যার নির্দিষ্ট মডেলের ক্যামেরা, এমনকি নির্দিষ্ট মডেলের লেন্সের জন্য পৃথকভাবে কাজ করতে পারে ফিসআই, ব্যারেল, পিনকুশন, ভিগনেটিং, এবারেশন ইত্যাদি কন্ট্রোল করা যাবে স্লাইডার ব্যবহার করে

বরাবরের মত নতুন ভার্শনে নতুন মডেলের ক্যামেরার সাপোর্ট যোগ করা হয়েছে এই তালিকায় রয়েছে নাইকনের ডি৩০০এস, ক্যাননের ১ডি মার্ক ৪, পাওয়ারশট জি-১১, পেনট্যাক্সে কে-৭, সনির এ-৫৫০ এর মত নতুন ক্যামেরাগুলিও

সফটওয়্যারটি ব্যবহারের জন্য কমপক্ষে ২ গিগাবাইট মেমোরী, হার্ডডিস্কে ৪০০ গিগাবাইট যায়গা প্রয়োজন উইন্ডোজ ভার্শন এখনই পাওয়া যাচ্ছে ষ্টান্ড এলোন ভার্শনের দাম ১০৫ ডলার, এলিট ভার্শনের দাম ১৯৯ ডলার ম্যাক ভার্শন ২০১০ এর শুরুতে পাওয়া যাবে

No comments:

Post a Comment