November 20, 2009

শিক্ষা এবং বিনোদনের জন্য ডেলের নেটবুক Dell Inspiron Mini Nickelodeon netbook



শিক্ষা এবং বিনোদন, এই দুটি বিষয়কে গুরুত্ব দিয়ে নতুন নেটবুক বাজারে ছেড়েছে ডেল। দেখতে যেমন আকর্ষনীয় তেমনি ছোট বড় সকলের কাজের দিকে লক্ষ্য রাখা হয়েছে এতে। ছোট আকারের এই নেটবুক খুব সহজে বহন করা যাবে, শিশুরা শিক্ষনীয় সফটওয়্যার পাবে আর যারা সন্তানদের ইন্টারনেট ব্যবহার নিয়ে চিন্তিত তারা বিভিন্ন ধরনের নিয়ন্ত্রন আরোপ করতে পারবেন।

শিশুদের ব্যবহারের জন্য খুব সহজে ই-মেইল ব্যবহার, ইন্টারনেট ব্যবহার করে কথা বলা, অনলাইন গেম খেলা, প্রিয় গান শোনা, টিভি দেখা ইত্যাদি খুব সহজে করার ব্যবস্থা রাখা হয়েছে এতে। এর ইন্টারফেস এমনভাবে তৈরী যা থেকে শেখা এবং কাজ করা দুইই সহজ।

এতে ১০.১ ইঞ্চি স্ক্রীন রয়েছে। ওজন দেড় কেজির কম। বিশেষভাবে শিশুদের দিকে লক্ষ্য রেখে তৈরী এটা ডেলের প্রথম কম্পিউটার।

No comments:

Post a Comment