হ্যাসলব্লেড H3DII-50 মাল্টিশট মিডিয়াম ফরম্যাট ক্যামেরা বাজারে ছেড়েছে। এর আগে ২০০৮ সালে তারা আগের ৩৯ মেগাপিক্সেল মডেল ছেড়েছিল। যেকোন কিছুর একেবারে ডিটেল, ধুলার কনা পর্যন্ত উঠানো সম্ভব এই ক্যামেরায়।
মুলত সাইন্টিফিক এবং টেকনিক্যাল কাজে এইধরনের ক্যামেরা ব্যবহার করা হয়। আপনার হয়ত জানা আছে এপোলোর চাদ অভিযানে ছবি উঠানোর জন্য হ্যাসেলব্লেড ক্যামেরা ব্যবহার করা হয়েছিল।
বলা হচ্ছে নতুন এই মডেলের দাম তাদের আগের মডেলের তুলনায় কম। তারপরও, ২৩,০০০ ইউরো।
No comments:
Post a Comment