ইউটিউব ১ নং ভিডিও সাইট এটা সবারই জানা। যা অবাক করতে পারে তা হচ্ছে ভিডিও সাইট হিসেবে ফেসবুকের অবস্থান। সাম্প্রতিক এক জরিপে ৩য় স্থান দখল করেছে ফেসবুক।
নিয়েলসন জরিপ নামে পরিচিত এই সমিক্ষায় দেখা যাচ্ছে ২১ কোটির বেশি ভিডিও ব্যবহার করেছে যা বিং, ইয়াহুর চেয়ে বেশি। নতুন ব্যবহারকারীদের হিসেবে ফেসবুকের অবস্থান ২য়। অবশ্য ইউটিউব সব ক্ষেত্রেই অন্যদের ধরাছোয়ার বাইরে।
নিয়েলসন হিসেবে গত এক বছরে ইন্টারনেটে সোস্যাল নেটওয়ার্কিং সাইটে ভিডিওর ব্যবহার বেড়েছে ৯৮৭ ভাগ। আর ফেসবুকের ক্ষেত্রে বেড়েছে শতকরা ১,৮৪০ ভাগ। অক্টোবরে মানুষ প্রায় ১০০ কোটি মিনিট ভিডিও দেখেছে অনলাইনে।
No comments:
Post a Comment