মাইক্রোসফটের উইন্ডোজ ৭ এখনো বাজারে আসেনি, এরই মধ্যে বহু আলোচনা হয়েছে একে নিয়ে, তুলনা হয়েছে আগের উইন্ডোজ ভিসতার সাথে। বলা হয়েছে এটা ভিসতার চেয়ে অনেক দ্রুত চালু হবে, সাটডাউন করা যাবে দ্রুত। একটা কোম্পানী বলছে বাস্তবে উইন্ডোজ ৭ ভিসতার চেয়েও ধীরগতিতে চালু হবে এবং সাটডাউন হবে।
লোলো টেকনোলজিস (lolo Technologies) পিসি টিউন-আপ সফটঅয়্যার বিক্রি করে। তারা বলছে তাদের পরীক্ষায় পাওয়া গেছে একটি নতুন কম্পিউটারে উইন্ডোজ ৭ চালু হয়ে স্থির অবস্থায় আসতে সময় নেয় ১ মিনিট ৩৪ সেকেন্ড, একই কম্পিউটারে ভিসতা সময় নেয় ১ মিনিট ৬ সেকেন্ড। লোলো জানাচ্ছে, এটা ডেস্কটপ উইন্ডো কখন দেখা যায় সে পরীক্ষা না বরং প্রসেসর কতক্ষনে লোডিং এর কাজ শেষ করে সেই পরীক্ষা। স্ক্রীনে উইন্ডোজের ডেস্কটপ দেখা যাবার পরও বেশ কিছুক্ষন কম্পিউটার ব্যবহার করা যায় না।
তাদের এই ফল CNETএর পাওয়া ফলের সাথে মানানসই। সিনেট জানাচ্ছে এবিষয়ে প্রতিক্রিয়া জানার চেষ্টা করলে তাৎক্ষনিকভাবে মাইক্রোসফটের কাউকে পাওয়া যায়নি।
লোলো জানাচ্ছে দিনদিন এই সমস্যা বাড়তে থাকে। কম্পিউটার যত পুরনো হয় বুট-আপের সময় তত বাড়তে থাকে। তিনমাস পুরনো পিসিতে বুট-আপের সময় বেড়ে দাড়িয়েছে ২ মিনিট ৩৪ সেকেন্ড। তবে এক্ষেত্রে ভিসতার অবস্থা তারচেয়েও খারাপ।
No comments:
Post a Comment