ক্যালকম মোবাইল টিভি আনতে যাচ্ছে। ফরোয়ার্ড লিংক ওনলি (FLO) প্রযুক্তির এই টিভিতে সরাসরি টিভি সম্প্রচার দেখা যাবে, মোবাইল ফোন কিংবা অন্যান্য হ্যান্ডহেল্ড ডিভাইসের মত ষ্ট্রিমিং ব্যবহার করবে না। বর্তমানে তাদের এই প্রযুক্তি মোবাইল ফোনে ব্যবহার করা হচ্ছে। এখন তারা একে শুধুমাত্র টিভি দেখার জন্য পৃথক করছে।
ক্যালকম তাদের এই পন্যের জন্য বাজার জরিপ করে জানিয়েছে আগামী ২০১৩ সালের মধ্যে ৫ কোটি ব্যবহারকারী পাবে এবং এথেকে প্রাপ্ত অর্থের পরিমান হবে ২৮০ কোটি ডলার। ফক্স, এনবিসি, এমটিভি, সিবিএস ইত্যাদি বড় বড় টিভি কোম্পানীর সাথে তাদের কাজ চলছে।
এই টিভির স্ক্রীন ৩.৫ ইঞ্চি, ওজন মাত্র ৫ আউন্স। এর টাচস্ক্রিন ব্যবহার করে চ্যানেল পরিবর্তন করা যাবে। এছাড়া এতে বিল্টইন ষ্টেরিও স্পিকারও থাকবে।
দাম ২৫০ ডলার। তবে মোবাইল ফোন ব্যবহারের মত এটা ব্যবহারের জন্যও কারো কাছ থেকে টাকা দিয়ে লাইন নিতে হবে।
No comments:
Post a Comment