ডিজিটাল ক্যামেরায় ব্যবহৃত সিসিডি সেন্মর নির্মানের সাথে জড়িত দুজন বিজ্ঞানী এবছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন। উইলার্ড এস বয়েল এবং জর্জ ই স্মিথ ১৯৬৯ সালে বেল ল্যাবরেটরিতে কর্মরত অবস্থায় চার্জড কাপলড ডিভাইস সংক্ষেপে সিসিডি তৈরী করেন। এর এক বছর পর বিশ্বের প্রথম সলিড ষ্টেট ভিডিও ক্যামেরা তৈরী করা হয়।
এবছর ১৪ লক্ষ ডলারের নোবেল পুরস্কারের অর্ধেক তারা পাবেন। বাকি অর্ধেক পাবেন ষ্ট্যান্ডার্ড টেলিকমিউনিকেশনস ল্যাবরেটরিজ এর চার্লস কে. কাও। ফাইবার অপটিক্যাল কম্যুনিকেশন এ তার অবদানের জন্য তাকে মনোনিত করা হয়েছে। তিনি ১৯৬৬ সালে ফাইবার অপটিকের ব্যবহার সুচনা করেন। ১৯৭০ সালে এটা বাস্তবে ব্যবহার করা সম্ভব হয়।
No comments:
Post a Comment