October 7, 2009

১ গিগাহার্টজ প্রসেসরের মোবাইল ফোন HTC HD2 announced

বেশ কিছুদিন ধরে ইন্টারনেটে গুজবের বড় অংশ ছিল এইচটিসি-র নতুন ফোন এইচডি-২। নানারকম ছবি প্রকাশ পাচ্ছিল, নানারকম খবর ছাপা হচ্ছিল। এখন আনুষ্ঠানিকভাবে ফোনের ঘোষনা দেয়া হল। এর বর্ননা রীতিমত চমকে দেবার মত। একে ব্যবহার করা হয়েছে ১ গিগাহার্টজ স্নাপড্রাগন প্রসেসর, সাথে ৪৪৮ মেগাবাইট র‌্যাম। অপারেটিং সিষ্টেম উইন্ডোজ মোবাইল ৬.৫। ডিসপ্লে ৪.৩ ইঞ্চি। এরই মধ্যে একে নিয়ে নতুন গুজব ছড়িয়েছে, উইন্ডোজ মোবাইল ৭ এর।

কানেকটিভিটির হিসেবে এতে সবকিছুই রয়েছে। কোয়াড ব্যান্ড জিএসএম, ডুয়াল ব্যান্ড ইউএমটিএস (৭.২ মেবি/সে) এবং এইচএসইউপিএ (২.০ মেবি/সে)। এছাড়া রয়েছে ওয়াই-ফাই এবং জিপিএস। সাধারনভাবে ব্লু-টুথ এবং ইউএসবি তো থাকবেই।

মাল্টিমিডিয়ার হিসেবে এর ডিসপ্লে সরাসরি আঙুল দিয়ে ব্যবহারযোগ্য। সেটের পুরুত্ব মাত্র ১১ মিলিমিটার। ৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা এবং ৩.৫ মিমি অডিও জ্যাক রয়েছে। এছাড়া রয়েছে বিল্ট-ইন এক্সিলারোমিটার এবং প্রোক্সিমিটি সেন্সর।

এমাসেই সেটটি ইউরোপে বিক্রি শুরু হবে, তবে অপারেটরদের মাধ্যমে। এখন পর্যন্ত দাম নিশ্চিত করা হয়নি তবে ধারনা করা হচ্ছে বৃটেনে এই দাম হতে পারে ৪৯৯ পাউন্ড (৫৪০ ইউরো)। আগামী মাসে অন্যান্য অঞ্চলে বিক্রি হওয়ার কথা।

No comments:

Post a Comment