October 7, 2009

ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১০ FIFA launches soccer World Cup for virtual players

বাস্তব ফুটবলে বাংলাদেশের অবস্থান যাই হোক না কেন, গেমের ক্ষেত্রে খুব পিছিয়ে নেই ইলেকট্রনিক আর্টস এর তৈরী গেম ফিফার বিক্রি (পাইরেটেড হলেও) সেকথাই বলে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা, গেম নির্মাতা ইলেকট্রনিক আর্টস এবং গেম কনসোল প্লে-ষ্টেশন নির্মাতা সনি আয়োজন করতে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১০ এতে অংশগ্রহন করবে ফিফা গেমের খেলোয়াররা

খেলার বিজয়ী নির্ধারিত হবে ২০১০ সালের ১ মে বার্সেলোনার ফাইনালে বিজয়ী পাবে ২০ হাজার ডলার এবং বেষ্ট ফুটবলার অব দি ইয়ার খেতাব আগামী ৭ মাসে প্রতিযোগিরা একে অন্যের বিরুদ্ধে খেলবে, অথবা ১০টি লাইভ কোয়ালিফায়িং ইভেন্টে অংশ নিতে পারবে এগুলি হবে অষ্ট্রেলিয়া, ব্রাজিল, ডেনমার্ক, ফ্রান্স, ইটালি, জাপান, পোল্যান্ড, রাশিয়া, দক্ষিন আফ্রিকা এবং বৃটেনে প্রতিযোগি যে কোন পদ্ধতিতে মুল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেন নিজের নাম লেখার জন্য যোগাযোগ করতে হবে এই ঠিকানায় : http://www.fifa.com/FIWC

৩১ জনকে এর মাধ্যমে ফাইনালের জন্য বাছাই করা হবে গতবারের বিজয়ী ফ্রান্সের ব্রুস গ্রানেক সরাসরি ফাইনালে খেলার সুযোগ পাবেন

গতবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৫ লক্ষের বেশি খেলোয়ার

No comments:

Post a Comment