যারা ছবি উঠাতে ভালবাসেন তাদের কাছে ভাল ছবি উঠানোই মুল কথা। তবে সেইসাথে যদি পরিচিতি এবং নগদ অর্থ পাওয়া যায় আপত্তি নেই নিশ্চয়ই। এপসনের রেড সি ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহন করতে আগ্রহি হলে এখনই সময়।
প্রতিযোগিতার দুটি ভাগ রয়েছে। একটি যে কোন সময়, যে কোন স্থানে উঠানো ছবি পাঠাতে হবে। ছবির নাম ইমেজ অব দি ওয়ার্ল্ড। আরেকটির জন্য প্রতিযোগিতার সময় তিনদিনের মধ্যে উঠানো ছবি জমা দিতে হবে। নাম ইলাট শুট-আউট। এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশগ্রহন করা সম্ভব হবে না কারন ইলাট ইসরায়েলের একটি শহর। বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে ইসরায়েল যাওয়া যায় না।
রে সি নাম থেকে হয়ত ধারনা করতে পারেন এতে পানির নিচে উঠানো ছবিকে প্রাধান্য দেয়া হয়। সেকারনে পুরস্কারের তালিকায়ও রয়েছে সেটা। ৮০ হাজার ডলারের নগদ পুরস্কার ছাড়াও পাপুয়া নিউ গিনিতে ৩ সপ্তাহের ভ্রমন, বিমানভাড়া ইত্যাদি পুরস্কারের অংশ। এছাড়া সমুদ্রের নিচে ছবি উঠানোর উপযোগি ক্যামেরা, আনুসাঙ্গিক যন্ত্রপাতি, ডাইভিং এর যন্ত্রপাতি ইত্যাদিও দেয়া হবে।
এনিটাইম এনিহয়্যার প্রতিযোগিতায় ছবি পাঠানোর জন্য এই ওয়েবসাইট দেখুন ; http://eilatredsea.com/?pg=RegCompFrm&CategoryID=289
No comments:
Post a Comment