LG GD910 ঘড়ি ফোনের খবর হয়ত এই সাইটেই পড়েছেন, কিংবা স্যামসাং এর S9110. স্যামসাংকে মনে করা হত এলজি’র প্রতিযোগি। এখন তাদের সাথে প্রতিযোগিতায় নেমেছে আরেকজন। কেম্পলার এন্ড স্ট্রস তাদের চেয়ে আকর্ষনীয় বিশ্বের সবচেয়ে ছোট আকারের ঘড়ি বাজারে ছেড়েছে। তবে ছোট বলে অবহেলা করবেন না। এতে রয়েছে ৪ গিগাবাইট ষ্টোরেজ, তারপরও মাইক্রো এসডি কার্ড স্লট। এছাড়া জিএসএম এবং ব্লু-টুথ তো আছেই।
টাচস্ক্রিন ডিসপ্লের এই ফোনে থ্রিজি নেই ফলে ভিডিও কল করা যাবে না, তবে ভিজিএ ক্যামেরা রয়েছে।
এরসাথে ব্যবহারের জন্য আকর্ষনীয় ব্লু-টুথ হেডসেট দেয়া হয়। এটা বিশেষভাবে এই সেটের জন্যই তৈরী। এর দাম ১৯৯ ডলার।
No comments:
Post a Comment