অয়্যারলেস ডিভাইস তৈরীর আন্তর্জাতিক এক গোষ্ঠি জানিয়েছে তারা মোবাইল ফোন, ল্যাপটপ ইত্যাদির সাথে ব্যবহারের জন্য একটি সাধারন মান তৈরীর চেষ্টা করছে। এরফলে অডিও, ইউএসবি ইত্যাদি ডিভাইস যেকোন মোবাইল কিংবা হ্যান্ডহেল্ড ডিভাইস অথব ল্যাপটপে ব্যবহার করা যাবে।
সিটিআইএ অয়্যারলেস এসোসিয়েশন জানিয়েছে তারা অডিও জ্যাক হিসেবে ৩.৫ মিমি এবং ইউএসবি হিসেবে মাইক্রো ইউএসবি-কে ষ্টান্ডার্ড করার চেষ্টা করছে। আগামী ২০১২ সালের পর যাকিছু যন্ত্র বিক্রি হবে সেগুলি এই নিয়ম মেনে চলবে। এপ্রিলে অয়্যারলেস ইন্ডাষ্ট্রির সদস্যরা একসাথে বসেছিলেন এবিষয়ে আলোচনা করতে।
সিটিআইএ প্রধান জানিয়েছেন এধরনের সাধারন ইনপুট-আউটপুটের ব্যবস্থা করলে ব্যবহারকারীদের খরচ কমবে। এছাড়া আগের চার্জার ব্যবহারের সুযোগ থাকায় ইলেকট্রনিক আবর্জনার পরিমান কমবে।
এফসিসি চেয়ারম্যান একে অত্যন্ত ভাল উদ্দোগ বলে অভিহিত করেছেন।
No comments:
Post a Comment