October 15, 2009

ওয়াই-ফাই ডিরেক্ট ব্লু-টুথ কে বিদায় করতে পারে Wi-Fi Direct Could Be the Death of Bluetooth

ওয়াই-ফাই এলায়েন্স জানিয়েছে তারা নেটওয়ার্কিং এর নতুন এক পদ্ধতি বের করেছে। এর ফলে এক ওয়াই-ফাই ডিভাইস থেকে আরেক ডিভাইসে সরাসরি কানেক্ট করা যাবে। কোন হটস্পট বা রাউটার প্রয়োজন হবে না। এটা বাস্তবে ব্যবহার কলে ব্লু-টুথ প্রযুক্তি বাতিল হয়ে যেতে পারে।

নতুন এই পদ্ধতির নাম ওয়াই-ফাই পিয়ার টু পিয়ার (Wi-Fi Peer-to-Peer), আগামী বছরের মাঝামাঝি এটা ডিভাইসের জন্য সার্টিফাই করা শুরু হবে।

কাগজে কলমে এই নেটওয়ার্কিং বর্তমান তবে তা কাজে লাগানোর পদ্ধতি জটিল। নতুন পদ্ধতিতে কাজ করা যেমন সহজ হবে তেমনি এর দ্রুততাও বাড়বে। বর্তমানের ১০ মে/সে থেকে ২৫০ মে/সে পর্যন্ত হতে পারে। এই গতিতে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে সরাসরি ফাইল ট্রান্সফার করা যাবে যা বর্তমানে অনেক ধীর গতিতে করা যায় ব্লুটুথ ব্যবহার করে।

অনেকে এখনই এর নিরাপত্তা নিয়ে কথা তুলেছেন। ব্লুটুথে যেমন কেউ ইচ্ছে করলে নিজের পরিচয় গোপন রেখে নেটওয়ার্কে ঢুকতে পারেন (ব্লু-জ্যাকিং) সেটা ঘটতে পারে এখানেও। ব্লুটুথের ক্ষেত্রে সেটা সম্ভব ২০/৩০ মিটারের মধ্যে, এক্ষেত্রে সেটা হবে আরো বড় এলাকায়। ব্লুটুথ এবিষয়টি নিয়ে সিসকো, ইন্টেল এদের সাথে কাজ করছে।

No comments:

Post a Comment