বিশ্বের বৃহত্তম মোবাইল ফোন নির্মাতা নোকিয়া জানিয়েছে তারা তাদের নেটবুক কম্পিউটারের প্রথম ল্যাপটপ বিক্রি করতে যাচ্ছে আমেরিকায়। ইটিএন্ডটি এর ২ বছরের ব্রডব্যান্ড ইন্টারনেট ফি সহ এই ল্যাপটপের দাম হবে ৩০০ ডলার।
নোকিয়ার বুকলেট থ্রিজি নামের এই নেটবুক মাইক্রোসফট এর উইন্ডোজ ৭ এ চলবে। এর স্ক্রিন ১০ ইঞ্চি, ওজন ২.৮ পাউন্ড। ২২ অক্টোবর উইন্ডোজ ৭ রিলিজ হওয়ার দিন থেকেই এটা কেনা যাবে।
সাধারনভাবে এটিএন্ডটি অন্য নেটবুক বিক্রি করে ২০০ ডলারে। তারপরও নোকিয়ার নেটবুক বিক্রিতে তাদের ৩০০ ডলার রেয়াত দিচ্ছে বলে জানিয়েছে। ইন্টারনেট কন্ট্রাক্ট ছাড়া এর দাম ৬০০ ডলার। ভেরিজন বিক্রি করে ১৫০ ডলারে। তবে নোকিয়ার নেটবুক সেগুলি থেকে উন্নত। এতে অতিরিক্ত সুবিধে হিসেবে জিপিএস রয়েছে এবং ব্যাটারী এক চার্জে ১২ ঘন্টা কাজ করে।
কম্পিউটার নির্মাতা হিসেবে এটা নোকিয়ার প্রথম পণ্য এটা যদি ধরে নেন তাহলে জেনে নিন, নোকিয়া একসময় কম্পিউটারই তৈরী করত। ১৯৯১ সালে সেটা বিক্রি করে দিয়ে মুলত মোবাইল ফোন তৈরীর দিকে যায়।
No comments:
Post a Comment