মায়ামির ছোট এক কোম্পানী জানিয়েছে আমেরিকার সরকার তাদের কিউবার সাথে অপটিক্যাল ফাইবার যোগাযোগ স্থাপনের অনুমতি দিয়েছে। এটা হলে দুদেশের মধ্যে টেলিফোন যোগাযোগ খরচ একেবারে কমে যাবে এবং সেখানে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরী হবে।
আমেরিকার একেবারে ঘরের কাছের ছোট দেশ কিউবাকে আমেরিকার শত্রু বলেই ধরে নেয়া হয়। বহু বছর ধরে আমেরিকা সেখানে নানারকম বিধিনিষেধ আরোপ করে রেখেছে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় আসার পর থেকেই এই বিধিনিষেধ তুলে নেয়ার কথা আলোচিত হতে থাকে। এর মাধ্যমে সেটা নিশ্চিত করা হল। তাদের ট্রেজারি বিভাগ নিশ্চিত করেছে যে টেলিকিউবা নামের এক প্রতিষ্ঠানকে এই কাজের অনুমতি দেয়া হয়েছে। টেলিকিউবা জানিয়েছে ২০১১ সালের মাঝামাঝি এই ব্যবস্থা চালু হবে।
উল্লেখ করা যেতে পারে কিউবা এই অঞ্চলে একমাত্র দেশ যেখানে অপটিক্যাল ফাইবার কানেকটিভিটি নেই, ব্যবয়বহুল এবং ধীরগতির স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থায় কাজ করতে হয়। কিউবার মিত্র দেশ ভেনেজুয়েলা জানিয়েছে তারা কিউবার জন্য ফাইবার কানেকটিভিটির ব্যবস্থা করছে। আগামি বছরই সেটা চালু হওয়ার কথা। সেক্ষেত্রে তারা টেলিকিউবার থেকে এগিয়ে থাকবে। যদিও দুরত্বের হিসেবে টেলিকিউবার সুবিধে বেশি। তাদের থেকে কিউবার দুরত্ব ১১০ মাইল, আর ভেনেজুয়েলা থেকে ৯৬৬ মাইল।
টেলিকিউবা জানিয়েছে তারা এজন্য ব্যয় ধরেছে ১ কোটি ৮০ লক্ষ ডলার। আর ভেনেজুয়েলা আগেই জানিয়েছে তারা খরচ করচে ৭ কোটি ডলার। টেলিকিউবা একে একটা ছোটখাট প্রতিযোগিতা বলে উল্লেখ করেছে।
No comments:
Post a Comment