October 15, 2009

নাইকনের নতুন প্রফেশনাল ক্যামেরা Nikon D3S Professional dSLR

নাইকন তাদের ফুলফ্রেম ক্যামেরার নতুন একটি মডেল ঘোষনা করেছে আগের D3 এর সাথে মিল রেখে এটা তৈরী আগের চেহারার সাথে পিছনদিকে দুটি নতুন বাটন ছাড়া তেমন পরিবর্তন চোখে পড়বে না এগুলি প্রয়োজন হয়েছে এতে ভিডিও রেকর্ডিং যোগ করার কারনে ২৪ ফ্রেম/সে, ৭২০ ভিডিও রেকর্ড করা যাবে এতে সেকারনে এক্সটারনাল মাইক্রোফোন ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে মাইক্রোফোনের সেনসিটিভিটি কন্ট্রোল করা যায়

এর সেন্সর আগের মত ১২ মেগাপিক্সেল রাখা হয়েছে তবে বলে রাখা ভাল, ক্যামেরা নিজে রেজুলুশনের থেকে অনেক বেশি কিছু অনেকের মতে ফুলফ্রেম ক্যামেরার মধ্যে সেরা যেকারনে ফটোগ্রাফার, সাংবাদিকদের প্রথম পছন্দ এই ক্যামেরা

রেজ্যুলুশন না বাড়িয়ে এর সেনসিটিভিটি বাড়ানো হয়েছে এখন আইএসও ১০২,৪০০ পর্যন্ত ব্যবহার করা যাবে এতে ডাষ্ট রিডাকশন যোগ করা হয়েছে, বাফার বাড়ানো হয়েছে, লেন্স লাগানোর জন্য এঅ-মাউন্ট ব্যবহারের কারনে অনেক আগের লেন্স ব্যবহার করা যাবে, পেন্টাপ্রিজম ভিউফাইন্ডার উন্নত করা হয়েছে এবং লাইভ ভিউ যোগ করা হয়েছে তারপরও নতুন বিষয় কি খুজতে গেলে বলতে হয়, ভিডিও যোগ করা ছাড়া অন্যান্য অধিকাংশ বিষয় অপরিবর্তিত রাখা হয়েছে

এতে বার্ষ্ট মোডে ৯ ফ্রেম/সে রেকর্ড করা যায় (ডি-এক্স মোডে ১১ ফ্রেম) ৫১ পয়েন্ট অটোফোকাস সিষ্টেমও আগের মতই থেকে গেছে এতে নতুন EXPEED প্রসেসর ব্যবহার করা হয়েছে

নভেম্বর থেকেই ক্যামেরাটি বিক্রি হবে দাম লেন্স বাদ দিয়ে ৫,২০০ ডলার

No comments:

Post a Comment