October 15, 2009

সনির বিশেষ ধরনের ক্যামেরা Sony Cyber-shot DSC-WX1


এই ক্যামেরার বিশেষ বৈশিষ্ট হচ্ছে দিনে অথবা রাতে ছবি উঠানো যাবে। রাতে কিংবা কম আলোতে ছবি উঠানোর সময় দ্রুত ৬টি ছবি উঠায়, তারপর সেগুলি পিক্সেল হিসেব করে বসিয়ে একটা ছবি তৈরী করে। ফলে ঝকঝকে তৈরী ছবি পাওয়া যায়। কিংবা প্যানোরমার জন্যও ভাবতে হয় না। ক্যামেরা নিজেই ১০০ ছবি নিখুতভাবে জোড়া দিয়ে তৈরী করে দেয়। সাটার চেপে ধরে ক্যামেরা ঘুরালেই প্যানোরমিক ছবি পাওয়া যায়।

১০ মেগাপিক্সেল সেন্সরের এই ক্যামেরায় ৫ এক্স অপটিক্যাল জুম ব্যবহার করা যায়, যা ৩৫ মিমি এর হিসেবে ২৪-১২০ মিমি। ২.৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে। তবে অন্যান্য ছোট আকারের ক্যামেরার মত এতে ভিউফাইন্ডার নেই। আইএসও ব্যবহার করা যাবে ৮০ থেকে ৩২০০। এতে রয়েছে সনির নিজস্ব ব্যাটারী যা একচার্জে ৩৫০ ছবি উঠাতে সক্ষম।

এতে এক্সমোর-আর সিমোস সেন্সর ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ইল্যুমিনিটেড এই সেন্সরে সাধারন সেন্সরের তুলনায় সেনসিটিভিটি ২০০ ভাগ বৃদ্ধি পায়।

বর্তমানের অধিকাংশ ক্যামেরার মত ফেস ডিটেকসন রয়েছে। ছবি উঠানোর জন্য ইজি, ইন্টেলিজেন্ট অটো এবং প্রোগ্রাম ৩টি মোড রয়েছে।

পুরো ১০ মেগাপিক্সেল রেজ্যুলুশনে ১০ ফ্রেম/সে ছবি উঠানো যায়। এছাড়া ৭২০পি ৩০ফ্রেম/সে হাই ডেফিনিসন ভিডিও রেকর্ড করা যায়। এছাড়া ৬৪০-৪৮০ রেজ্যুলুশনও ব্যবহার করা যায়। ভিডিও ফরম্যাট হিসেবে MPEG4 ব্যবহার করা হয়।

এই ক্যামেরার দাম ৩৫০ ডলার।

No comments:

Post a Comment