সফটওয়্যার প্যাচ কি নিশ্চয়ই জানেন। সফটওয়্যারের কোন সমস্যা পাওয়া গেলে সেটা ঠিক করা। এজন্য মুল সফটওয়্যারের পরিবর্তন না করে ছোট করে আরেকটি সফটওয়্যার তৈরী করা হয়। সেটা ইনষ্টল করলে আগের সমস্যার যায়গাটুকু পরিবর্তন করা হয়। মাইক্রোসফটের অপারেটিং সিষ্টেম নিয়ে সমস্যার অন্ত নেই। যে কারনে নিয়মিতভাবে তাদেরকে প্যাচ তৈরী করতে হয়। গত মঙ্গলবার তার রেকর্ড পরিমান ৩৪টি প্যাচ ছেড়েছে।
এই প্যাচগুলির বড় অংশ নিরাপত্তা সংক্রান্ত। উইন্ডোজের ইন্টারনেট এক্সপ্লোরার এবং মিডিয়া প্লেয়ার ব্যবহার করে খুব সহজে হ্যাকাররা অন্যের কম্পিউটারের তথ্য চুরি করতে পারে, সে সংক্রান্ত। আর কিছু আগে থেকে জানা সমস্যা, যেমন এসএমবি, এফটিপি ইত্যাদি বিষয়ে।
ইন্টারনেট এক্সপ্লোরারের ৪টি পরিচিত সমস্যা দুর করার জন্য প্যাচ ছাড়া হয়েছে যার মাধ্যমে খুব সহজে কারো কম্পিউটারে ট্রোজান হর্স ঢুকিয়ে দেয়া যায়। একাজটি হ্যাকাররা সবচেয়ে বেশি করে। এছাড়া একটিভ-এক্স কন্ট্রোল এর সমস্যা দুর করা হয়েছে। ডটনেট ফ্রেম ওয়ার্ক এবং সিলভারলাইট এর ১৩টি সমস্যা দুর করা হয়েছে।
No comments:
Post a Comment