ইন্টারনেট ব্যবহার করে অর্থ উপার্জনের জন্য কোন কাজে হাত দেয়ার সময় যে বিষয়গুলিতে দৃষ্টি দেয়া হয় তা হচ্ছে সে কাজটি কত কম বিনিয়োগে করা যায়, কত কম দক্ষতা প্রয়োজন হয়, কাজ পাওয়া কতটা সহজ হয় এবং লেনদেনের বিষয়টি কতটা সহজ হয়। যে কোন কাজ করতেই কিছুটা দক্ষতা প্রয়োজন হয়। তবে সাধারন থেকে মোটামুটি মানের গ্রাফিক ডিজাইন করতে সমস্যা হবার কথা না কারোই। সেই দক্ষতা লাগিয়ে করতে পারেন ব্যানার বিজ্ঞাপন তৈরীর কাজ।
ইন্টারনেটে সবচেয়ে বেশি আয় হয় বিজ্ঞাপন থেকে এটা নিশ্চয়ই জানেন। এর বড় একটা আয় আসে যেসকল ওয়েব সাইটে লক্ষ লক্ষ ভিজিটর যায় সেখানে ব্যানার এড দিয়ে। জনপ্রিয় সাইটে ঢুকে সেটা যাচাই করতে পারেন। উদাহরন বাংলাদেশে, প্রথম আলো। তথ্যের চেয়ে বিজ্ঞাপনের পরিমান বেশি।
বাংলাদেশে এই বিজ্ঞাপনগুলি সাধারনত নিজ দায়িত্বে তৈরী করা হয়। সারা বিশ্বের হাজার হাজার প্রতিষ্ঠান রয়েছে যারা একাজ টাকা দিয়ে করিয়ে নেয়। ইন্টারনেটের মাধ্যমে কাজ দেয়ার সুবিধে হচ্ছে যেখানে কম টাকায় করানো যায় সেখান থেকে করানো। শুধুমাত্র ই-মেইল যোগাযোগ ব্যবহার করেই কাজ পাওয়া এবং করে দেয়া সম্ভব।
কি দক্ষতা প্রয়োজন : আপনার ডিজাইনের দক্ষতা কতখানি তার ওপর কাজ পাওয়া এবং মজুরী পাওয়ার বিষয় নির্ভরশীল। একাজ করতে হলে গ্রাফিক ডিজাইনে দক্ষতা বাড়াতে হবে। যদি মুল সফটওয়্যার কেনার বিষয় না থাকে তাহলে ফটোশপ এবং ইলাষ্ট্রেটর সবচেয়ে উপযোগি সফটওয়্যার। কিছুটা অপ্রাসংগিক হলেও বলা প্রয়োজন, ভাল কাজের নতুন ভার্শনের পেছনে ছোটা প্রয়োজন নেই। স্পাইডারম্যান, সুপারম্যান, আয়রনম্যান থেকে শুরু করে সবধরনের কমিক তৈরীর কোম্পানী মার্ভেল ব্যবহার করে ফটোশপ ভার্শন ৩ এবং ৪। আপনি ফটোশপ ৫.৫ এবং ইলাষ্ট্রেটর ৮ ব্যবহার করে যেতে পারেন। ইদানিং এনিমেটেড ব্যানার এর চাহিদা বেড়েছে। একাজে টাকাও বেশি পাওয়া যায়। এজন্য ফ্লাশ শেখা যেতে পারে। ডজন ডজন সফটওয়্যারের পেছনে না ছোটাই ভাল।
কি মুলধন প্রয়োজন : একটি কম্পিউটার এবং প্রয়োজনীয় সফটওয়্যার, এর বাইরে আরকিছু প্রয়োজন নেই। তবে দক্ষতা বাড়লে আরো দামী কাজে হাত দিলে স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, মাউসপেন (গ্রাফিক ট্যাবলেট) ইত্যাদির কথা ভাবা যেতে পারে।
কি জনবল প্রয়োজন : একজন ব্যক্তির পার্টটাইম কাজই যথেষ্ট।
কাজ কিভাবে পাবেন : প্রচারেই প্রসার, এই নিয়মে নিজের ব্যানার বিজ্ঞাপন দেয়ার ব্যবস্থা করুন। কোথাও বিনামুল্যে ব্যানার তৈরীর সুযোগ থাকলে সেটা কাজে লাগানে এবং তাতে নিজের নাম-ঠিকানা-যোগাযোগের ব্যবস্থা রাখুন। বিভিন্ন ধরনের এড এজেন্সি রয়েছে মধ্যস্থতা করার জন্য। তাদের সাথে যোগাযোগ করুন। ব্রাউজারে কিওয়ার্ড লিখে সার্চ করতে শুরু করুন যতক্ষন না প্রয়োজনীয় যায়গায় পৌছানো যায়।
অতিরিক্ত আয় : দক্ষতা বাড়ার সাথে সাথে আরো বড় কাজের দিকে যাওয়ার চেষ্টা করতে পারেন। ই-বুকের প্রচ্ছদ, প্রচারপত্র, এমনকি ওয়েব পেজ ডিজাইনের দিকেও ক্রমে দৃষ্টি দিতে পারেন।
উদাহরন : নমুনা জানার জন্য এই ধরনের ওয়েবসাইট ভিজিট করতে পারেন;
http://www.addesigner.com, http://www.mouserart.comPart 3
No comments:
Post a Comment