October 16, 2009

সানিও-র আই-ফ্রেম ফরম্যাটের ডুয়াল ক্যামেরা SANYO Dual Cameras are World’s First with iFrame Video Format

সানিও ডুয়াল ক্যামকোর্ডার এর নতুন দুটি মডেল ছেড়েছে বলা হচ্ছে এগুলি আই-ফ্রেম ফরম্যাট ব্যবহার করা যায় আই-ফ্রেম ফরম্যাট কি যদি না জানা থাকে তাহলে অল্প কথায় জেনে নিন এডিটিং এর সময় এই ফরম্যাট কম্পিউটার ব্যবহার করে কম্পিউটার এবং অন্যান্য মাধ্যমে একই ফরম্যাট হওয়ায় এডিটিং-সহ অন্যন্য কাজ করা যাবে খুব দ্রুত

আই-ফ্রেম বিশেষভাবে তৈরী করা হয়েছে ক্যামেরায় রেকর্ড করা ভিডিওকে কম্পিউটারে সহজভাবে ব্যবহারের জন্য এই ফরম্যাট পিসি এবং ম্যাকের জনপ্রিয় সফটওয়্যারের সাথে কাজ করবে এই ক্যামেরাগুলি নিজে থেকেই ডিফল্ট আই-ফ্রেম মোডে (৯৬০-৫৪০)রেকর্ড করবে, তবে ব্যবহারকারী ইচ্ছে করলে ১৯২০-১২৮০ (৬০ ফ্রেম/সে) হাই ডেফিনিশন রেকর্ড করতে পারবেন

ক্যামেরাদুটির আভ্যন্তরিন সবকিছু কাছাকাছি হলেও বাইরের চেহারা পৃথক FH1A অন্যান্য সাধারন ক্যামেরার মত আর HD2000A সানিও-র নিজস্ব ধরনের লম্বাটে

ডুয়াল ক্যামেরাগুলিকে ভিডিওর পাশাপাশি পুরোপুরি ষ্টিল ক্যামেরা হিসেবে ব্যবহার করা যাবে এর রেজ্যুলুশন ৮ মেগাপিক্সেল, কন্টিনিউয়াস মোডে ১২ ফ্রে/সে ছবি উঠানো যায়

ক্যামেরার অন্যান্য বৈশিষ্টগুলির মধ্যে রয়েছে

হাই স্পিড রেকর্ডিং / সুপার স্লো প্লেব্যাক

৩ ইঞ্চি (FH1A) এবং ২.৭ ইঞ্চি (HD2000A) এলসিডি মনিটর

ষ্টিলের জন্য ১০-এক্স অপটিক্যাল জুম, ভিডিওর জন্য ১৬-এক্স এডভান্সড জুম, সাথে ১৬০ এক্স ডিজিটাল জুম

ডিজিটাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন, ফেজ চেজার, এক্সটারনাল মাইক্রোফোন, অপশনাল লেন্স

ক্যামেরাদুটির দাম ৬০০ এবং ৫০০ ডলার

No comments:

Post a Comment