কম্পিউটার ব্যবহারকারীদের কাছে ভাইরাস অনেকটা আতংকের মত। যদি ইন্টারনেট ব্যবহার করেন তাহলে তো কথাই নেই। ভাইরাস, মালঅয়্যার, স্পাইঅয়্যার, স্প্যাম এসব থেকে দুরে থাকা অসম্ভব হয়ে দাড়ায়। এন্টিভাইরাস-এর ব্যবহার জনপ্রিয় করতে অনেকেই এখন বিনামুল্যের ভার্শন দিচ্ছেন। এভিজি ফ্রি-৯ নামে তাদের বিনামুল্যের এন্টিভাইরাস এর ঘোষনা দিয়েছে।
এটা আসলে তাদের মুল ভার্শনের কিছু অংশ। ইনষ্টল করার সময় ব্রাইজারে এভিজি টুলবার ইনষ্টল করা যায়। ফার্ষ্ট রান উইজার্ড থেকে স্ক্যানিং এর বিভিন্ন অপশন, এক্সটারনাল ড্রাইভ, ইউএসবি ইত্যাদি স্ক্যানের সময় করনীয় ইত্যাদি বলে দেয়া যায়। ইনষ্টল করার পর স্ক্যান অপটিমাইজার ব্যবহার করে বর্তমানের ফাইলগুলি স্ক্যান করে অপটিমাইজ করা যায়। এরফলে এই ফাইলগুলি মার্ক করা থাকে এবং পরবর্তীতে এগুলি বাদ দিয়ে স্ক্যান করে। যেকারনে স্ক্যানিং হয় দ্রুত।
একবার ইনষ্টল করলে ভাইরাস ডেফিনিশন ফাইল আপডেট নিয়ে ভাবতে হয় না। ইন্টারনেটে কানেক্ট হলে নিজে থেকেই সবশেষ আপডেট ইনষ্টল হয়। ইচ্ছে করলে আপডেটের সময় ঠিক করে দিতে পারেন। তাদের ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
ডাউনলোডের ঠিকানা : free.avg.com/
No comments:
Post a Comment