এসএলআর ক্যামেরার রঙ সবসময় কালো দেখেই আমরা অভ্যস্থ। ইদানিং কিছু ক্যামেরা লাল এবং হলুদ দেখা গেছে। তারপরও সেগুলি একরঙা। পেনট্যাক্স বাজারে ছেড়েছে একেবারে রঙচঙা ক্যামেরা। রঙ নেয়া হয়েছে হাতে তৈরী জনপ্রিয় পুতুল Korejanai থেকে।
এটা আসলে গতবছর ছাড়া কে-২০০০ মডেলের এসএলআর। এতে নতুন কে-৭ এর কিছু ফিচার যোগ করা হয়েছে। বিশেষ করে সেন্সর এবং প্রসেসরে। এছাড়া ১১-পয়েন্ট অটোফোকাস এবং হাই-ডেফিনিশন ভিডিও রেকর্ডিং যোগ করা হয়েছে।
মুল K2000 ক্যামেরায় ১০ মেগাপিক্সেল সেন্সর, ইন-বডি সেক রিডাকশন সিস্টেম, ২.৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে ইত্যাদি রয়েছে।
নতুন ক্যামেরাটি তিন ধরনের প্যাকেজে বিক্রি হবে। মুল কিট লেন্স ১৮-৫৫ সহ দাম ৬৫০ ডলার। সাথে দ্বিতীয় লেন্স হিসেবে ৫০-২০০ মিমি লেন্স নিলে দাম ৭৫০ ডলার। অথবা কিট লেন্সের সাথে ৫৫-৩০০ মিমি লেন্স সহ দাম ৮৫০ ডলার। ক্যামেরাটি সীমিত সংখ্যায় বিক্রি করা হবে।
No comments:
Post a Comment