October 17, 2009

পিওর ডিজিটালের নতুন ক্যামেরা Pure Digital Releases New Flip MinoHD


ছোট ক্যামেরার জগতে অত্যন্তপ্রিয় ফ্লিপ মাইনো এইচডি ক্যামেরার নতুন একটি ভার্শন ছাড়া হয়েছে। এর ধারনক্ষমতা আগের মডেল থেকে দ্বিগুন করা হয়েছে, ৪ গিগাবাইটের যায়গায় ৮ গিগাবাইট। এলসিডি ডিসপ্লের আকার বড় করে ২ ইঞ্চি করা হয়েছে। এর খুচরো দাম ২৩০ ডলার।

এই মডেলের ফলে আগের মডেল বাতিল করা হচ্ছে না। আগের মডেলটিও যথারীতি বিক্রি হবে ২০০ ডলারে। নতুন মডেলে আগের ৬০ মিনিটের বদলে ১২০ মিনিট ভিডিও রেকর্ড করা যাবে। এতে হাই-ডেফিনিশন আউটপুটও রয়েছে। এতে ১২৮০ ৭২০ রেজুলুশন ভিডিও রেকর্ড করা যায়। এছাড়া ষ্টিল ছবিও উঠানো যায়।

নতুন মডেলে লেন্সের ক্ষেত্রেও কিছু পরিবর্তন বানা হয়েছে। ফ্লি-এর কথায় এখন ০.৮ মিটার দুরত্বে ফোকাস করা যাবে। আগে ফোকাসের সর্বনিম্ন দুরত্ব ছিল ১.৫ মিটার। তবে দুটি ক্যামেরাই একই ১/৪.৫ ইঞ্চি সিমোস সেন্সর ব্যবহার করা হয়েছে।

No comments:

Post a Comment