October 17, 2009

মোবাইল ফোনে ২০ মেগাপিক্সেল ক্যামেরা 20 Megapixel camera phone technology announced

১২ মেগাপিক্সেল ক্যামেরা সহ মোবাইল ফোন বর্তমানে বাজারে কেনা যায়। আপনি কি অবাক হবেন যদি এটা বেড়ে ২০ মেগাপিক্সেলে যায়। টেক্সাস ইন্সটুমেন্টস জানিয়েছে তাদের OMAP-DM5x কো-প্রসেসর ব্যবহার করে মোবাইল ফোনে ২০ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা যাবে। সেইসাথে ৭২০পি হাই-ডেফিনিসন ভিডিও রেকর্ড করা যাবে।

তাদের তৈরী কো-প্রসেসর OMAP-DM515 এবং OMAP-DM525 ব্যবহার করে হ্যান্ডসেট নির্মাতারা খুব সহজে ইমেজ এবং ভিডিওর পারফরমেন্স বাড়াতে পারবেন। এতে শুধু এসএলআর মানের ছবি উঠানোই না, উন্নতমানের ক্যামেরার মত ফেস ডিটেকসন, স্মাইল ডিটেকসন, ব্লিংক ডিটেকসন, রেড-আই রিমুভাল, ব্যাকলাইট কমপেনশেসন, ষ্ট্যাবিলাইজেশন থেকে শুরু করে ভিডিও এবং ইমেজ এডিটিং এর সুবিধা যোগ করা সম্ভব হবে।

OMAP-DM515 কো-প্রসেসর বিক্রি শুরু হয়েছে। তবে ধারনা করতেই পারেন এর ক্রেতা বড় ধরনের নির্মাতারা। OMAP-DM525 বিক্রি শুরু হবে আগামী বছর।

No comments:

Post a Comment