১২ মেগাপিক্সেল ক্যামেরা সহ মোবাইল ফোন বর্তমানে বাজারে কেনা যায়। আপনি কি অবাক হবেন যদি এটা বেড়ে ২০ মেগাপিক্সেলে যায়। টেক্সাস ইন্সটুমেন্টস জানিয়েছে তাদের OMAP-DM5x কো-প্রসেসর ব্যবহার করে মোবাইল ফোনে ২০ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা যাবে। সেইসাথে ৭২০পি হাই-ডেফিনিসন ভিডিও রেকর্ড করা যাবে।
তাদের তৈরী কো-প্রসেসর OMAP-DM515 এবং OMAP-DM525 ব্যবহার করে হ্যান্ডসেট নির্মাতারা খুব সহজে ইমেজ এবং ভিডিওর পারফরমেন্স বাড়াতে পারবেন। এতে শুধু এসএলআর মানের ছবি উঠানোই না, উন্নতমানের ক্যামেরার মত ফেস ডিটেকসন, স্মাইল ডিটেকসন, ব্লিংক ডিটেকসন, রেড-আই রিমুভাল, ব্যাকলাইট কমপেনশেসন, ষ্ট্যাবিলাইজেশন থেকে শুরু করে ভিডিও এবং ইমেজ এডিটিং এর সুবিধা যোগ করা সম্ভব হবে।
OMAP-DM515 কো-প্রসেসর বিক্রি শুরু হয়েছে। তবে ধারনা করতেই পারেন এর ক্রেতা বড় ধরনের নির্মাতারা। OMAP-DM525 বিক্রি শুরু হবে আগামী বছর।
No comments:
Post a Comment