ইন্টারনেট সোস্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে পুরুষের চেয়ে মহিলাদের ভিড় বেশি। গুগল এড এর পরিকল্পনাকারী ব্রায়ান সোলিস এর গবেষনায় জানানো হয়েছে কোন কোন সোস্যাল নেটওয়াকিং সাইটের ব্যবহারকারীরা অধিকাংশই মহিলা। এই সংখ্যা যা প্রকাশ করে তা থেকে বলা যেতে পারে, আগামী দিনগুলি যদি হয় সোস্যাল নেটওয়াকিং সাইটের তাহলে আগামী দিন হবে মহিলাদের।
সোলিসের রিপোর্ট থেকে একটিমাত্র সাইট পাওয়া গেছে যেখানে মহিলার চেয়ে পুরুষ ব্যবহারকারী বেশি। তার নাম DIGG. সেখানে ৬৪ ভাগ ব্যবহারকারী পুরুষ। এছাড়া টুইটার, ফেসবুক, মাইস্পেস, ফ্লিকার, ফ্রেন্ডফিড যেদিকেই তাকান না কেন, মহিলারা সংখ্যায় অধিক। এদের মধ্যে মাইস্পেস এ ৬৪ ভাগ মহিলাদের উপস্থিতি অনেককেই অবাক করেছে কারন এই সাইটে স্প্যাম এবং পর্ন ব্যবহার করা যায়।
এই তত্যগুলি নিয়ে নিশ্চয়ই অনেকে বহুদিন গবেষনা চালাবেন। তবে একটা ধারনা শুরুতেই করে নেয়া যায়, মহিলারা বাস্তবে নানাধরনের সমস্যার মধ্যে কাটান। সেখান থেকে মুক্তি পেতেই এধরনের কাল্পনিক সমাজে অবস্থান করেন।
এধারনা সত্যি হলে ধরে এটাও ধরে নিতে হয় ক্রমেই মহিলাদের এই সমস্যা বাড়ছে। অন্যান্য বিভিন্ন গবেষনায়ও এধরনের ইঙ্গিতই পাওয়া যায়।
No comments:
Post a Comment