October 5, 2009

নাইকন ডি-৩০০০ ক্যামেরা রিভিউ Nikon D3000 Camera

নাইকনের ডি-৩০০০ তাদের প্রাথমিক মানের ডি-৪০ ডিজিটাল এসএলআর এর পরিবর্তে বাজারে ছাড়া হয়েছে এতে আনা হয়েছে DXফরম্যাট সেন্সর, রেজ্যুলুশন ১০.২ মেগাপিক্সেল। ৩ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, অপটিক্যাল ভিউ ফাইন্ডার। এছাড়া বিভিন্ন পরিস্থিতিতে ছবি তোলার সহায়তা করার জন্য গাইড মোড নামে একটি ফিচার রয়েছে এতে

ক্যামেরার আকার আগের মত ছোট ৫ ২.৫ থাকলেও এর আকৃতিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে ওজন আগের মতই রয়েছে, ৪৮৫ গ্রাম এর সব কন্ট্রোলগুলিও ডি-৪০ এর মত এতে রয়েছে ১৩টি সিন মোড ভেতরের দিকে এর সবচেয়ে বড় পরিবর্তন ডিএক্স ফরম্যাটের ইমেজ সেন্সর এবং শক্তিশালি প্রসেসর এর ব্যবহার এই দুইয়ের ফলে স্পিড এবং সেনসিটিভিটি দুই বেড়েছে এতে এখন ৩ ফ্রেম/সে ছবি উঠানো যাবে আইএসও ১৬০০ থেকে বাড়িয়ে ৩২০০ করা হয়েছে জেপেগ অথবা র অথবা দুটিই একসাথে রেকর্ড করা যাবে এসডি/এসডিএইচসি কার্ডে

আরেকটি বড় ধরনের পরিবর্তন এতে ডাষ্ট রিডাকশন যোগ করা সেন্সরে ধুলাবালি পড়লে ক্যামেরা নিজেই সেটা পরিস্কার করতে পারে এছাড়া Nikon Capture NX সফটওয্যার ব্যবহার করে কোথায় ধুলা পড়েছে সেটা জানা যায় এরপর ক্যামেরা সেই যায়গার ডাটা সংশোধন করতে পারে

নাইকণের ডি-৪০ কয়েক বছর ধরে ফটোগ্রাফারদের পছন্দের ক্যামেরা ছিল তার বদলে যা আনা হয়েছে সেটাও মানানসই

এরসাথে ১৮-৫৫ কিট লেন্স দেয়া হয় লেন্সসহ ৬০০ ডলারের এই ক্যামেরা ঢাকার ষ্টেডিয়াম মার্কেটে পাওয়া যায় ৪০-৪২ হাজার টাকায়

No comments:

Post a Comment