এডবি তাদের ফ্লাশ প্লেয়ার নতুন ভার্শন ১০.১ বাজারে ছাড়তে যাচ্ছে। এর মাধ্যমে মোবাইল ফোনে সব ধরনের ফ্লাশ ফরম্যাট ব্যবহার করা যাবে। ওয়েব পেজের ফ্লাশ কনটেন্ট ছাড়াও ফ্লাশ ভিত্তিক গেম খেলা যাবে কিংবা ফ্লাশ ভিডিও দেখা যাবে। আপাতত আইফোনের জন্য এই সফটওয়্যার পাওয়া যাবে না। এডবি জানিয়েছে তারা আইফোনের জন্য কাজ করে যাচ্ছে। তবে বাস্তবতা এটাই, আইফোন ব্যবহারকারীদের জন্য এটা কোন সমস্যা না। মাল্টিমিডিয়া এবং গেম এর ক্ষেত্রে তারা এমনিতেই অন্যদের থেকে অনেক এগিয়ে।
ফ্লাশ প্লেয়ার ১০.১ ব্যবহারের ফলে অন্যান্য স্মার্টফোনের জন্য বিশাল এক দরজা খুলে যাবে। এখন সব ফোনের জন্যই গেম এবং সফটওয়্যার তৈরী সহজ হবে। এই প্লেয়ার মাল্টিটাচ, এক্সিলারোমিটার এবং স্ক্রিণ ওরিয়েন্টেশন সাপোর্ট করে। ফলে ভিডিও ব্যবহার অনেক সহজ হবে। টাচস্ক্রিন ব্যবহার করে গেমের বিভিন্ন ধরনের কন্ট্রোল অনেক সহজ হবে।
এডবি জানিয়েছে এই প্লেয়ার ব্যাটারীর ওপর চাপ সৃষ্টি করবে না। যেমন ইনকামিং কল এর সময় প্লেয়ার নিজে থেকেই স্লিপ মোডে চলে যাবে।
উইন্ডোজ মোবাইলের জন্য পাবলিক ডেভেলপার বেটা ভার্শন খুব দ্রুতই পাওয়া যাবে। এছাড়া এবছরই পাম ওএস এর জন্যও পাওয়া যাবে। ব্লাকবেরি, এন্ড্রয়েড, সিমবিয়ান ইত্যাদির জন্য এই সফটওয়্যার পাওয়া যাবে আগামী বছর। এডবির কথা অনুযায়ী শতকরা ৯৫ ভাগ ফোনেই এটা কাজ করবে।
No comments:
Post a Comment