মিনক্স নামটি হয়ত অনেকেই ভুলে গেছেন। একসময় ক্যামেরার জগতে আলোড়ন তুলেছিল ছোট আকারের ক্যামেরা বাজারে এনে। মুলত বাইনোকুলারের ট্রাইপড তৈরীর জন্য পরিচিত। তারা ছোট আকারের পকেটে বহনযোগ্য ক্যামেরা ট্রাইপড বাজারে ছেড়েছে। এর পুরোটাই ধাতব পদার্থ দিয়ে তৈরী, ফলে একদিকে যেমন একে একেবারে ছোট রাখা সম্ভব হয়েছে তেমনি সত্যিকারের কাজের উপযোগি করে তৈরী করা হয়েছে।
এর উচু মানের বল হেডের কারনে ক্যামেরাকে খুব সহজে ঘুরানো যায়। একে তাদের নিজস্ব ক্যামেরার সাথে যেমন ব্যবহার করা যাবে তেমনি বিভিন্ন কোম্পানীর বিভিন্ন ধরনের ক্যামেরা ব্যবহার করা যাবে। এমনকি বড় আকারের ক্যামেরাও।
মিনক্স ট্রাইপড তাদের নিজস্ব বিক্রেতাদের মাধ্যমে বিক্রি হচ্ছে। এর দাম ২৬ ডলার।
No comments:
Post a Comment