ডিজিটাল ক্যামেরার গতিপথ সম্পর্কে ধারনা পেতে পারেন এই মুহুর্তের সেরা দশটি ক্যামরার তালিকা দেখে। এরমধ্যে ১টি মাত্র ক্যামেরা রয়েছে যার দাম ২০০ ডলারের নিচে। ৪ এক্স অপটিক্যাল জুম সনির DSC-W220, এছাড়া ২টি পকেট সুপারজুম, ১টি সুপারজুম এবং বাকি সবগুলি এসএলআর।
প্যানাসনিকের পকেট সুপারজুম ক্যামেরা ZS3 দীর্ঘদিন ধরেই শীর্ষে অবস্থান করছে। ক্যাননের এসএলআর Digital Rebel 500D/T1i দীর্ঘদিন ধরেই ২য় অবস্থানে। নতুনভাবে এই তালিকায় প্রবেশ করেছে ক্যাননের শক্তিশালি এসএলআর 7D, পেনটাক্সের শক্তিশালি এসএলআর K-7 এবং প্যানাসনিকের আপগ্রেডেড সুপারজুম ক্যামেরা Lumix DMC FZ-35. এছাড়া Nikon D90 বরাবরের মত শীর্ষ দশের মধ্যেই রয়েছে। এই তালিকায় ক্যামেরাগুলির পর্যায়ক্রমিক অবস্থান, মডেল, মেগাপিক্সেল, অপটিক্যাল জুম এবং ডলারে দাম দেখানো হয়েছে। উল্লেখ্য কোন কোন এসএলআর-এর লেন্স পৃথকভাবে কিনতে হয়।
October 4, 2009
সেরা ১০ ক্যামেরা Top Selling Digital Cameras, October 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment