October 4, 2009

সেরা ১০ ক্যামেরা Top Selling Digital Cameras, October 2009

ডিজিটাল ক্যামেরার গতিপথ সম্পর্কে ধারনা পেতে পারেন এই মুহুর্তের সেরা দশটি ক্যামরার তালিকা দেখে। এরমধ্যে ১টি মাত্র ক্যামেরা রয়েছে যার দাম ২০০ ডলারের নিচে। ৪ এক্স অপটিক্যাল জুম সনির DSC-W220, এছাড়া ২টি পকেট সুপারজুম, ১টি সুপারজুম এবং বাকি সবগুলি এসএলআর।
প্যানাসনিকের পকেট সুপারজুম ক্যামেরা ZS3 দীর্ঘদিন ধরেই শীর্ষে অবস্থান করছে। ক্যাননের এসএলআর Digital Rebel 500D/T1i দীর্ঘদিন ধরেই ২য় অবস্থানে। নতুনভাবে এই তালিকায় প্রবেশ করেছে ক্যাননের শক্তিশালি এসএলআর 7D, পেনটাক্সের শক্তিশালি এসএলআর K-7 এবং প্যানাসনিকের আপগ্রেডেড সুপারজুম ক্যামেরা Lumix DMC FZ-35. এছাড়া Nikon D90 বরাবরের মত শীর্ষ দশের মধ্যেই রয়েছে। এই তালিকায় ক্যামেরাগুলির পর্যায়ক্রমিক অবস্থান, মডেল, মেগাপিক্সেল, অপটিক্যাল জুম এবং ডলারে দাম দেখানো হয়েছে। উল্লেখ্য কোন কোন এসএলআর-এর লেন্স পৃথকভাবে কিনতে হয়।



No comments:

Post a Comment