October 4, 2009

সনি সাইবারশট জি-৩ ক্যামেরায় ওয়াই-ফাই Sony Cyber-shot DSC-G3

১০ মেগাপিক্সেল, ৪ এক্স অপটিক্যাল জুম সনির জি-৩ একমাত্র পয়েন্ট-এন্ড-শুট ক্যামেরা যেখানে বিল্ট-ইন ওয়েব ব্রাউজার রয়েছে। এই মুহুর্তে হয়ত তাকে খুব আকর্ষনীয় মনে হবে না তবে ক্যামেরার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ বলা যায় অনায়াসেই। এর সাহায্যে ক্যামেরা ব্যবহার করেই ব্যবহারকারীর পক্ষে অনলাইন ফাইল শেয়ারিং ব্যবহার করা সম্ভব।
ক্যামেরার আকার ৪ - .৯ - ২.৪ ইঞ্চি, ৩.৫ ইঞ্চির বেশ বড় টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে এতে। ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরী দেয়া হয়েছে। ফেস ডিটেকশন, এন্টি-ব্লিংক মোড, মেকানিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ছাড়াও এতে রয়েছে সনির এসএলআর আলফা থেকে আনা ডায়নাকিম রেঞ্জ অপটিমাইজেশন (ডিআরও)। হাইলাইট এবং স্যাডো ঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য এটা কাজ করে।
ক্যামেরাকে একটি পোর্টেবল ফটো এলবাম হিসেবে ব্যবহার করা যায়। স্লাইড শো তৈরী জন্য বিভিন্ন ধরনের ইফেক্ট, ক্রিয়েটিভ টুল, শব্দ ইত্যাদি ব্যবহারের সুযোগ রয়েছে।
এই ক্যামেরার অটো-ফোকাস অত্যন্ত দ্রুত (.০২ সে) কাজ করে। কন্টিনিউয়াস শুটিং মোডে ১.৬ ফ্রেম/সে ক্যাপচার করে এবং এভাবে ২০টি ছবি উঠানো যায়। ৪-এক্স জুম লেন্স ৩৫ মিমি এর তুলনায় ৩৫-১৪০ মিমি। ওয়াইড এঙ্গেল হিসেব উল্লেখযোগ্য না হলেও টেলিফটো বেশ কার্যকর। ছবির মান যথেস্ট ভাল। ষ্টিল ছাড়াও ভিজিএ রেজ্যুলশন ভিডিও করা যায়।
এতে ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরীর সাথে সনির মেমোরী ষ্টিক ব্যবহার করা যায়। ওয়াই-ফাই ছাড়াও ইউএসবি ২.০/টিভি কানেকটিভিটি রয়েছে। নিজস্ব ব্যাটারীতে এক চার্জে ২০০ ছবি উঠানো যায়।
এই ক্যামেরার দাম ৪৫০ থেকে ৫০০ ডলার।

No comments:

Post a Comment