অনেকদিন থেকেই স্যামসাং এর গ্যালাক্সি লাইট নামে মোবাইল সেটের কথা শোনা যাচ্ছিল। এখন তার ছবি এবং বন্যনা জানা গেছে। এর মডেল I5700 Spica. এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের এই ফোন আগামি মাস থেকে বিক্রি হবে। আগে যা ধারনা করা হয়েছিল দাম তারথেকে বেশি, ইউরোপে ৩৫০ ইউরো।
এতে ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ব্যবহার করা হয়েছে। সাথে ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা। থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস সহ সব ধরনের কানেকটিভিটি থাকবে। এর প্রসেস অমনিয়া ২ এর মত ৮০০ মেগাহার্টজ। আগের গ্যালাক্সি লাইটে বলা হয়েছিল ৫২৮ মেগাহার্টজ, তারথেকে অনেক দ্রুতগতির।
এতে এন্ড্রয়েড ১.৫ অপারেটিং সিষ্টেম ব্যবহার করা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষনা না দিলেও জানা যাচ্ছে নভেম্বরে বিক্রি শুরু হবে।
No comments:
Post a Comment