October 9, 2009

বাংলায় ই-মেইল Bangla email in Gmail, Hotmail, Yahoo and others

কম্পিউটারে বাংলা ব্যবহারের বহুবছর পার হয়ে গেছে। ট্রুটাইপ ব্যবহার থেকে ওপেনটাইপ ফন্টের ব্যবহারও কয়েক বছর পেরিয়ে গেছে। এখনও অনেকেই সমস্যায় পড়েন বাংলার ব্যবহার নিয়ে। বাংলায় কিভাবে টাইপ করবেন, কিভাবে ই-মেইল করবেন, ইন্টারনেটে সার্চ করবেন, এমনকি বাংলা ওয়েব সাইট কিভাবে দেখবেন তা নিয়েও সমস্যা দুর হয়নি। বলতেই হচ্ছে বিষয়টি ব্যবহারকারীর সমস্যা। এসব কাজে বাংলা ব্যবহারের জন্য কোন সফটওয়্যার-ফন্ট কিনতে হয় না। জানাটাই যথেষ্ট। যাদের এখনো জানতে বাকি তাদের জন্য এই আয়োজন।

উইন্ডোজের যে কোন যায়গায় (ফাইলের নাম, ফোল্ডারের নাম সহ) বাংলা ব্যবহারের জন্য ওপেন টাইপ ফন্ট ব্যবহার করতে হবে। উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক-২ তে এটা নিজে থেকে ইনষ্টল (এনাবল) হয় না। যদি আপনাকে করে নিতে হয় তাহলে নিচের কাজগুলি করুন।

. কন্ট্রোল প্যানেল থেকে Regional and Language option সিলেক্ট করুন।

. Language ট্যাব থেকে Install files for complex script . . . . সিলেক্ট করুন।

. উইন্ডোজের সিডি ঢুকাতে বললে সিডি ঢুকান।

. প্রয়োজনীয় ফাইল কপি হওয়ার পর রিষ্টার্ট করুন।

এরফলে আপনি সরাসরি ওপেন টাইপ বাংলা পড়ার সুযোগ পাবেন। নির্দিষ্ট কোন ফন্টের নমস্যা হলে সেই ফন্ট ডাউনলোড করে নিন। এই ওয়েবসাইটে Solaimanlipi ব্যবহার করা হয়েছে।

টাইপের জন্য সফটওয়্যার : আপনি বাংলায় টাইপ করতে চাইলে আপনাকে কোন একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে। এজন্য একাধিক ফ্রি সফটওয়্যার ইন্টারনেটে পাওয়া যায়। সবচেয়ে বেশি ব্যবহার করা হয় AVRO.

www.omicronlab.com সাইট থেকে অভ্র ডাউনলোড করে নিতে পারেন। এখানে ব্যবহারের নিয়ম, কিবোর্ড লেআউট ইত্যাদিও দেয়া রয়েছে।

আশা করা যায় এরপর বাংলা ব্যবহারে সমস্যা থাকবে না।

No comments:

Post a Comment