ফ্যাসন সম্পর্কে যদি আপনার আগ্রহ থাকে তাহলে নিশ্চয়ই আরমানি নামটির সাথেও আপনি পরিচিত। এর প্রতিষ্ঠাতা ইতালির গিওর্গিও আরমানি এক নামে সারা বিশ্বে পরিচিত। এবার পোষাকের সাথে মিল রেখে মোবাইল ফোন তৈরীতে নেমেছেন তিনি। সেট তৈরী করছে স্যামসাং, ভেতরে সফটওয়্যার মাইক্রোসফট-এর উইন্ডোজ মোবাইল ৬.৫।
মাইক্রোসফট তাদের নতুন এই অপারেটিং সফটওয়্যার ছেড়েছে এসপ্তাহেই। এটা দিয়ে গান শোনা, ওয়ার্ড-এক্সেল ডকুমেন্ট ব্যবহার, ইন্টারনেট ব্যবহার সবই করা যায়।
আরমানির এই সেটটি পাতলা। এতে টাচস্ক্রিন এবং কিপ্যাড রয়েছে। অন্যান্য সুবিধার সাথে ভিডিও প্লেয়ার এবং জিপিএস দেয়া হয়েছে। আরমানির স্যুটের সাথে মানানসই রঙ।
এর ডিজাইনার, বর্তমানের ৭৫ বছর বয়সি আরমানি উদ্বোধনি অনুষ্ঠানে কোন বক্তব্য দেননি। সেখানে মাইক্রোসফট প্রধান ষ্টিভ বালমার আরমানির ডিজাইন করা টাই পড়ে উপস্থিত ছিলেন, তিনি বলেছেন এটা ষ্টাইল এর এক ধরনের ঘোষনা। আরমানি এবং স্যামসাং এর পার্টনারশীপ একটা বিরল দৃষ্টান্ত।
সেটটির দাম ১০৩২ ডলার।
No comments:
Post a Comment