October 10, 2009

ম্যাজিক্সের মুভি তৈরী প্রতিযোগিতা MAGIX Announces Movie Edit Pro 15 Video Contest


মুভি তৈরী বিষয়টি এখন হলিউড-বলিউড কিংবা এফডিসির মধ্যে সীমাবদ্ধ নেই। লক্ষ লক্ষ মানুষ নিজেই মুভি তৈরী করছে। ভাল ক্যামেরা না থাকলে মোবাইল ফোন ব্যবহার করেই। জানার জন্য একবার ইউটিউবে ঘুরে আসাই যথেষ্ট।

যারা ইতিমধ্যে মুভি তৈরী করে হাত পাকিয়েছেন অথবা তৈরী করতে চান তাদের সকলের কাছেই ক্যালিফোর্নিয়ার হলিউড এক স্বপ্নের যায়গা। সেখানে যাওয়ার সুযোগ করে দিচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যার নির্মাতা ম্যাজিক্স। তাদের প্রতিযোগিতায় অংশ নিয়ে মুভি তৈরীর যোগ্যতা প্রমান করুন এবং ২ সপ্তাহের জন্য হলিউডে ঘুরে আসুন।

প্রতিযোগিতায় পাঠানো মুভির জন্য দুটি নিয়ম। তা এডিট করতে হবে তাদের সফটওয়্যার মুভি এডিট প্রো ১৫ দিয়ে। যদি সফটওয়্যার না থাকে তাহলেও চিন্তা নেই। তাদের ওয়েব সাইট থেকে ৩০ দিনের ট্রায়াল কপি http://www.magix.com/us/free-downloads/trial-versions/all-trial-versions/ ডাউনলোড করে নিন। দ্বিতীয় শর্ত মুভির শুরুতে তাদের লোগো থাকতে হবে। মুভির দৈর্ঘ্য হবে ৫ মিনিটের মধ্যে। পাঠাতে হবে সরাসরি তাদের ওয়েব সাইটে।

১ অক্টোবর থেকে ২০১০ এর ৩১ জানুয়ারীর মধ্যে মুভি পাঠাতে হবে। ফেব্রুয়ারীর ২৮ তারিখে বিজয়ীর নাম জানানো হবে।

প্রতিযোগিতার ১ম স্থান অধিকারী পাবেন ম্যাজিক্সের খরচে ২ সপ্তাহ হলিউডে থাকার সুযোগ। ২য় এবং ৩য় স্থান অধিকারী পাবেন সেন্সর টাচ কন্ট্রোল প্যানেল, ৪র্থ পুরস্কার লজিটেক জেড-৫৫০০ ৫.১ স্পিকার, ৫ম পুরস্কার Reallusion iClone 3 Pro + iClone 3DXchange সফটওয়্যার।

এখনও যথেষ্ট সময় হাতে আছে। নিয়মকানুন আরো বিস্তারিত জানার জন্য তাদের ওয়েবসাইট দেখুন; http://videocontest.magix.net/public/home_e.htm

No comments:

Post a Comment