ফটোশপের প্লাগ-ইন নির্মাতা প্রতিষ্ঠান অথেনটেক ইমেজিং খুব সহজে ছবির ব্রাইটনেস, শার্পনেস, লাইট, কন্ট্রাষ্ট ইত্যাদি ঠিক করার জন্য পারফেক্টলি ক্লিয়ার নামের ইমেজ কারেনশন প্লাগ-ইন ছেড়েছে। ফটোগ্রাফাররা ছবি উঠানোর পর সাধারনত ফটোশপে এই বিষয়গুলি ঠিক করে নেন। এজন্য তাদেরকে অনেকটা সময় দিতে হয় এবং বিষয়গুলি ভালভাবে জানতে হয়। এই প্লাগ-ইন এক ক্লিকে সমাধান করে দেবে।
মজাদার এক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল প্লাগ-ইন নিয়ে। তারা এডবি এক্সপার্ট বলে পরিচিত কয়েকজন ফটোশপ ব্যবহারকারীকে ১০টি করে ইমেজ দিয়ে সেগুলি ঠিক করতে বলে। দেখা গেছে তারা গড়ে প্রতিটি ইমেজের জন্য ৫-৭ মিনিট ব্যয় করেছে। আর এই প্লাগ-ইন কাজটি করে দিয়েছে ২ সেকেন্ডে। যারা এতে অংশ নিয়েছিল তাদের প্রত্যেকেই বলেছে প্লাগ-ইন সঠিকভাবে কাজ করেছে।
পারফেক্ট ক্লিয়ার ৮ বিট এবং ১৬ বিট উভয় ধরনের ইমেজ ব্যবহার করতে পারে। র-ফরম্যাট এর জন্য এডবি ক্যামেরা-র ব্যবহার করা হয়।
৩০ দিন ব্যবহার উপযোগি ভার্শন ডাউনলোড করা যাবে তাদের ওয়েবসাইট থেকে, http://www.athentech.com/
No comments:
Post a Comment