ছোট আকারের ফটোপ্রিন্টারের জন্য ইপশন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে একাধিকবার। তাদের প্রিন্টারের তালিকার নতুন আরেকটি যোগ করা হয়েছে এর নাম পিকচারমেট চার্ম। এতে মাত্র ৩৭ সেকেন্ডে পোষ্টকার্ড মাপের ছবি প্রিন্ট করা যায়। এর সাথেই ২.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে কম্পিউটার ছাড়া কাজ করার জন্য। সরাসরি মেমোরী কার্ড ব্যবহার করা যায়।
ছবির উন্নত মানের জন্য পিকচারমেট সিরিজ পরিচিত। বলা হচ্ছে এই মডেলের প্রিন্টার থেকে প্রিন্ট করা ছবি কাচের নিচে ৯৬ বছর পর্যন্ত ঠিক থাকবে, আর ভাল মানের এলবামে থাকবে ২০০ বছর।
যারা কম্পিউটার ছাড়াই প্রিন্ট করতে চান তাদের জন্য রয়েছে ওয়ান টাচ প্রিন্ট সুবিধে। সরাসরি মেমোরী কার্ড ঢুকিয়ে প্রিন্টারের ডিসপ্লেতে দেখে নিন, প্রয়োজনে পাশে বাদ দিন, তারপর প্রিন্ট করুন। মোবাইল ফোন কিংবা অন্যান্য ডিভাইস থেকে অয়্যারলেস প্রিন্টও করা যাবে।
প্রিন্টারের সাথে কালি ছাড়াও ১৫০ সিটের ৪”-৬” গ্লসি পেপার দেয়া হয়। যে কোন যায়গায় নিয়ে প্রিন্ট করার জন্য রিচার্জেবল ব্যাটারীর সুবিধে রয়েছে। এমনকি সহজে বহন করার জন্য হাতলও রয়েছে।
অক্টোবরের ২০ তারিখ থেকে প্রিন্টারটি অনলাইনে বিক্রি শুরু হবে। এর দাম ১৪৯.৯৯ ডলার।
No comments:
Post a Comment