October 20, 2009

প্যানাসনিক জিএফ-১ রিভিউ Panasonic Lumix DMC-GF1

পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরা মান আপনার পছন্দ না, আপনি চান এসএলআরের মত আরো বড় সেন্সরের ক্যামেরা আবার এসএলআরের মত বড় আকারের ক্যামেরাও বয়ে বেড়াতে চান না, আপনার পছন্দ আকারে ছোট তাহলে সেটা প্যানাসনিকের জিএফ-১ বিষয়টি একেবারে নতুন না, এর আগে প্যানাসনিক আরো দুটি মডেল ছেড়েছে এসএলআরের মত মাইক্রো ফোর থার্ড সেন্সর ব্যবহার করে তবে G1 এবং GH1এর আকারও যথেষ্ট বড় ছিল GF1 সেই আকারকে পকেটে বহনযোগ্য পর্যায়ে এনেছে

এতে ১২.১ মেগাপিক্সেল সেন্সর রয়েছে ৩ ইঞ্চি এলসিডি ডিসপ্লে ক্যামেরার সাথে লেন্স হিসেবে ১৪-৪৫ মিমি নিতে পারেন অথবা ২০ মিমি এফ/১.৭ প্রাইম লেন্সও নিতে পারেন অথবা এসএলআরের মত যে কোন সময় অতিরিক্ত লেন্স কিনে ব্যবহার করতে পারেন এরই মধ্যে ৭-১৪, ৪৫-২০০ ইত্যাদি ভ্যারিয়েবল লেন্স ছাড়া হয়েছে

ক্যামেরার হট-সু তে ব্যবহারের জন্য রয়েছে পৃথক ইলেকট্রনিক ভিউফাইন্ডার ইচ্ছে করলে সেখানে ফ্লাশও ব্যবহার করতে পারেন হট-সু ৯০ ডিগ্রি পর্যন্ত ঘুরানো যায়

ক্যামেরার ব্যবহার অত্যন্ত সহজ সাটার রিলিজ অথবা রেকর্ড বাটনের যে কোনটি ব্যবহার করে ষ্টিল/ভিডিও সিলেক্ট করা যাবে

অন্যান্য এসএলআরের সবকিছু সুবিধাই এতে বিদ্যমান জেপেগ অথবা র অথবা দু-ফরম্যাটেই ষ্টিল রেকর্ড করা যাবে ১২৮০ ৭২০ হাইডেফিনিসন ভিডিও ছাড়াও ৬৪০-৪৮০ এবং ৩২০-২৪০ রেজ্যুলুশনে ভিডিও রেকর্ড করা যাবে ভিডিও রেকর্ড করার সময় কন্টিনিউয়াস অটোফোকাস কাজ করে, ফলে অনায়াসে ভিডিও ক্যামেরার বদলী হিসেবে ব্যবহার করা সম্ভব

এক কথায় বলা যায় ভাল মানের ছবি উঠানোর জন্য অসাধারন এক ক্যামেরা সাথে একটি বিষয় উল্লেখ করতে হয়, যারা খেলাধুলা কিংবা অন্যান্য গতিশীল বস্তুর ছবি উঠাতে চান তাদের প্রয়োজন হয়ত মিটবে না

এই ক্যামেরার দাম ৯০০ ডলার

No comments:

Post a Comment