উইন্ডোজ ৭ রিলিজের পর ১ দিনে মাইক্রোসফটের শেয়ারের দাম ৭ ভাগ বেড়েছে। গতবছর জুনের পর এটাই এর সবচেয়ে বেশি দর। গত মার্চে শেয়ারের দাম ছিল ১০ বছরের মধ্যে সবচেয়ে কম। ওয়াল ষ্ট্রিটের প্রত্যাশাকে ছাপিয়ে যাওয়া এই সাফল্যের পেছনে উইন্ডোজ ৭ এর প্রশংসা যেমন কাজ করেছে তেমনি হ্যালো নামে ভিডিও গেমের জনপ্রিয়তাও কাজ করেছে।
তাদের সাফল্য প্রতিদ্বন্দি আইবিএম, ইন্টেল, গুগল কিংবা এপলের চেয়ে বেশি। বলা হচ্ছে আবারো ভাল অবস্থানে ফিরছে বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানী।
সাধারনভাবে মাইক্রোসফটের লাভ পিসি বিক্রির সাথে মিল রেখে চলে। মন্দার কারনে পিসি বিক্রি কমে যাওয়ার পর গত দুমাসে ২ ভাগ বেড়েছে। এখন উইন্ডোজ ৭ বাজারে আসার পর আরো বাড়বে বলে ধারনা করা হচ্ছে।
No comments:
Post a Comment