ন্যাশনাল জিওগ্রাফিক-এনার্জাইজার ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০০৯ এর প্রধান পুরস্কার গ্রান্ড প্রাইজ পেয়েছেন একজন সৌখিন ফটোগ্রাফার। মেদিনা নামের পেশায় আর্কিটেক্ট একজন প্রতিযোগি Peddling Bicycle in Wind নামে ছবি পাঠিয়ে এই পুরস্কার জিতলেন। বিজয়ী হিসেবে তিনি একজন সঙ্গীসহ ১০ দিন গালাপাগোস দ্বিপে ভ্রমনের সুযোগ পাবেন, তার ছবি ন্যাশনাল জিওগ্রাফিকের পরবর্তী সংখ্যায় ছাপা হবে এবং এনার্জাইজারের বিজ্ঞাপনে ব্যবহার করা হবে।
এই প্রতিযোগিতা অংশ নেয় ১২,৫০০ ছবি। ব্যাটারী নির্মাতা এনার্জাইজার তাদের পণ্যের প্রচারের জন্য ন্যাশনাল জিওগ্রাফিকের সাথে যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে। তাদের দাবী তাদের ব্যাটারী সাধারন ব্যাটারীর তুলনায় ৮ গুন বেশি সময় কাজ করে।
নগদ পুরস্কার হিসেবে মেদিনা পাবেন উচু মানের ইউএসবি ২.০ স্ক্যানার, এনার্জাইজার আলটিমেট ব্যাটারী প্যাক, ন্যাশনাল জিওগ্রাফিকের দুটি বই, প্রতিযোগিতার বিচারক ন্যাশনাল জিওগ্রাফিকের রিচার্ডসনের সই করা ফ্রেমসহ ১৬-২০ ইঞ্চি প্রিন্ট করা ছবি।
প্রতিযোগিতায় বিজয়ী অন্যান্য ছবি দেখার জন্য এবং বিস্তারিত দেখার জন্য ভিজিট করতে পারে এই ঠিকানায়;
No comments:
Post a Comment