নোকিয়ার বিজনেস মোবাইল ই-৫২ রিভিউ হয়ত আগেই পড়েছেন। ই-মেইল, ইন্টারনেট, জিপিএস থেকে শুরু করে যাকিছু প্রয়োজন সবকিছুই রয়েছে তাতে। তারপরও একেবারে ছোট আকারের, পাতলা (৯.৯ মিমি), ষ্টেনলেস ষ্টিল বডি। একটিমাত্র বিষয় নিয়ে আপত্তি থাকতে পারে, এতে ফুল কিবোর্ড নেই। অন্তত কম্পিউটারের কি-বোর্ডের সাথে মিল রেখে। সেই অভাব পুরন করতেই ই-৫৫।
একনজরে ফোনদুটির মধ্যে কোন পার্থক্য চোখে পড়বে না। একই মাপ, একই ডিজাইন। ভেতরের সবকিছুই এক। আগের মত ২.৪ ইঞ্চি ডিসপ্লে, ৬০০ মেগাহার্টজ আরম প্রসেসর, ওয়াই-ফাই, থ্রিজি, ৩ মেগাপিক্সেল ক্যামেরা। পার্থক্য কিবোর্ডে। যেহেতু মাপ একই রাখা হয়েছে সেহেতু ফুল কিবোর্ড দেয়া সম্ভব হয়নি। একে বলা হচ্ছে হাফ-কিবোর্ড। কি-গুলি সাজানো কম্পিউটার কিবোর্ডের মত QWERT ষ্টাইলে। এতে ইমেইল কিংবা অন্য টেক্সট টাইপ করা কতটা সহজ হবে তা ব্যবহারকারী বলতে পারবেন।
নোকিয়ার এই মডেল দুটিতেই বিজনেস ফোনে যাকিছু প্রয়োজন তার সাথে মাল্টিসিডিয়ার সবকিছুই দেয়া হয়েছে। সাউন্ড কোয়ালিটি উন্নত, এন-গেজ সাপোর্টের ফলে গেম খেলতেও পারেন। ব্যাটারী দীর্ঘস্থায়ী। নোকিয়া ম্যাপ ব্যবহার করে অনায়াসে গন্তব্যে পৌছাতে পারেন। এক কথায় সব কাজের উপযোগি এক ফোন।
No comments:
Post a Comment