আপনি যদি মোবাইলে ইন্টারনেট ব্রাউজ করেন নিশ্চয়ই এটা পছন্দ করবেন। বিশ্বের ১ নম্বর ওয়েব সার্চ ইঞ্জিন অনেকগুলি অপশন নিয়ে এখন মোবাইল ফোনেই। এতে প্রথমত কিওয়ার্ড লিখে সার্চ করা যাবে, এরপর ইচ্ছে করলে ফোরাম অনুযায়ী রেজাল্টকে আরো কমিয়ে আনতে পারেন। কি পরিমান ইমেজ দেখতে চান সেটা ঠিক করে দিতে পারেন। একে ডেস্কটপের সাথে তুলনা হয়ত করা যায় না, তবে অনেকটাই কাছাকাছি।
এই মুহুর্তে গুগলের এন্ড্রয়েড এবং ওয়েবওএস, এবং এপলের আইফোনে এটা ব্যবহার করা যাবে। তবে উইন্ডোজ, ব্লাকবেরি কিংবা সিমবিয়ান ব্যবহারকারীদের খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না।
যারা গুগলের এন্ড্রয়েড ব্যবহার করছেন তাদের জন্য নতুন আরেকটি বিষয় যোগ করেছে গুগল। কুইক সার্চ বক্স নামে একধরনের সার্চ ব্যবস্থা যোগ করা হয়েছে তাদের আপডেটের সাথে। এটা ব্যবহার করে একদিকে যেমন ফোনের মধ্যে যাকিছু আছে সেখানে সার্চ করা যাবে তেমনি ওয়েব সার্চও করা যাবে। এখানে একটি মাইক্রোফোন বাটন রয়েছে যা একটিভ করে কথা বলেও সার্চ কিংবা নির্দিষ্ট যায়গায় কল করা যাবে। বর্তমানে শুধুমাত্র ইংরেজি ব্যবহার করা যায়। তবে এগুলি খুব দ্রুতই পরিবর্তন হবে ধরে নেয়া যায়।
No comments:
Post a Comment