ইপসন তাদের পারফেকশন ভি-৬০০ স্ক্যানার টার্গেট করেছে মুলত এমন ফটোগ্রাফারদের জন্য যারা সবচেয়ে ভাল মান চান। ডিজিটাল ক্যামেরার যু্গেও ফিল্ম ব্যবহার করেন। অথচ ইপসনেরই আরো দামী স্ক্যানার ভি-৭০০ কিংবা সরাসরি ফিল্ম স্ক্যানার কিনতে রাজী নন। কারন উচুমানের এই স্ক্যানারের দাম তুলনামুলকভাবে অনেক কম, মাত্র ২৫০ ডলার।
এক কথায় এই স্ক্যানারের পরিচিতি, ৬৪০০ – ৯৬০০ অপটিক্যাল রেজ্যুলুশন, ৪৮ বিট ইমেজ, ১২০/২২০ সাইজ পর্যন্ত ফিল্ম স্ক্যান করার সুবিধা, ইনস্টান্ট রেডি, ওয়ার্ম আপের জন্য কোন সময় প্রয়োজন হয় না, দ্রুতগতির ইউএসবি ২.০ ইন্টারফেস, সাথে ইমেজ এডিটিং এর জন্য ফটোশপ এলিমেন্ট।
স্ক্যানারের সাথেই রয়েছে ৩৫ মিমি স্লাইড, নেগেটিভ এবং মিডিয়াম ফরম্যাট প্যানোরমিক ফিল্মের জন্য (৬-২২ সেমি) বিল্ট-ইন ট্রান্সপারেন্সি ইউনিট। স্ক্যানার নিজেই ফিল্মের অথবা পুরনো ছবির ওপর থেকে দাগ দুর করে। স্ক্যানার থেকেই সরাসরি কপি, স্ক্যান থেকে ইমেইল কিংবা পিডিএফ বানানোর সুবিধা। এতে একসাথে দুটি ফিল্ম ষ্ট্রিপ স্ক্যান করা যায় যা অধিকাংশ স্ক্যানারে করা যায় না।
এর স্ক্যানিং স্পিড ২১মিলিসে/লাইন। ফ্লাট বেড এই স্ক্যানারে ৮.৫ – ১১.৭ ইঞ্চি পর্যন্ত স্ক্যান করা যায়। ট্রান্সপারেন্সি স্ক্যান করা যায় ২.৭ – ৯.৫ ইঞ্চি। ৫০% থেকে ২০০% পর্যন্ত জুম (বড় কিংবা ছোট) করা যায়।
উইন্ডোজ ২০০০ থেকে পরবর্তী বিভিন্ন ভার্শনে অথবা ম্যাক ১০.৩.৯ এর পরবর্তী ভার্শনে এই স্ক্যানার ব্যবহার করা যায়।
স্ক্যানারটি সম্পর্কে শেষকথা বলতে গেলে বলতে হয়, এই স্ক্যানার সত্যিকারের ভাল স্ক্যানারের অর্ধেক দামে কেনা যায়। তবে একেবারে শতভাগ উন্নত স্ক্যানারের সমান একথা বলা হয়ত যায় না।
No comments:
Post a Comment