আরো ১০টি নতুন বেসরকারী স্যাটেলাইট টিভি চ্যানেলের অনুমতি দিয়েছে সরকার। এগুলির নাম ৭১ টেলিভিশন, চ্যানেল নাইন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, এটিএন নিউজ, সময় টেলিভিশন, মাই টিভি, মাছরাঙা টিভি, মোহনা টিভি, জিটিভি এবং বিজয় টিভি।
কোন চ্যানেলের মালিকানা কার সে বিষয়ে নিশ্চয়ই আগ্রহ থাকতে পারে। ৭১ টেলিভিশন এর মালিকানা সাংবাদিক মোজাম্মেল বাবুর, চ্যানেল নাইন এর মালিকানা স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের আত্মিয় সৈয়দা মাহবুবা আক্তারের, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সালমান এফ রহমানের, এটিএন নিউজ এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের, সময় টেলিভিশন আহমেদ জুবায়েরের (আইন প্রতিমন্ত্রীর আত্মীয়), মাই টিভি নাসিরউদ্দিনের, মাছরাঙা স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরীর, মোহনা টিভি কামাল আহমেদ চৌধুরীর (মীরপুরের আওয়ামী লীগ সংসদ সদস্য), জিটিভি গাজী গোলাম দস্তগিরের (সংসদ সদস্য), বিজয় টিভি চট্টগ্রামের মেয়র মহিউদ্দীন চৌধুরীর।
এর আগে আওয়ামী লীগ সরকার অনুমোদন দিয়েছিল এটিএন বাংলা এবং চ্যানেল আই-কে। এছাড়া একুশে টিভিকে টেরিষ্টোরিয়াল সম্প্রচারের অনুমতি দেয়া হয়েছিল। অন্যান্য যে বেসরকারী চ্যানেলগুলি কাজ করছে সেগুলির অধিকাংশই জোট সরকারের সময়ে লাইসেন্স দেয়া। জরুরী আইন ঘোষনার পর এগুলির মালিকানা পাল্টে যেতে থাকে। কে কোন চ্যানেলের মালিক সেটা নির্দিষ্ট করে জানা যায় না। দেশ টিভির লাইসেন্ম বিএনপি সাংসদ মুশফিকুর রহমান পেলেও পরে তা বিক্রি করেন আওয়ামী লীগ সাংসদ সাবের হোসেন চৌধুরীর কাছে।
একটাও কি দেখার যোগ্য হবে?
ReplyDelete